দম কাচ্চি বিরিয়ানি

এটি খুব জনপ্রিয় একটি খাবার আমাদের দেশে, ছোট বড় সবাই পছন্দ করে কাচ্চি বিরিয়ানি, আর এই খাবার টি খেতে সবাই ভিড় করেন বিভিন্ন রেস্টরেন্টে । কেমন হয় যদি আপনি নিজেই ঘরে বসেই এই খাবারটি রান্না করতে পারেন, মেহমান এলে বা বিশেষ কোন দিনে রান্না করে ফেলুন স্বুসাদু ও মজাদার কাচ্চি বিরিয়ানি। ভাবছেন অনেক ঝামেলার কাজ? আপনার জন্য নিয়ে এলাম কাচ্চি বিরিয়ানির সহজ রেসিপি-

উপকরণঃ

  • খাসির মাংস (হাড় সহ) ১ কেজি
  • পোলাওয়ের চাল ( দেশী কালো জিরা অথবা বাসমতি ) ১ কেজি
  • পেঁয়াজ ২ টা (বড়)
  • লেবুর রস ১/৪ কাপ
  • আদা রসুনের পেস্ট ৬ টেবিল চামচ
  • লাল মরিচের গুড়া ১/২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ ৬ টা
  • এলাচ ৪ টা
  • কালো এলাচ ২ টা
  • দারচিনি ২ টুকরা ( ১” লম্বা )
  • তেজপাতা ২ টা
  • পুদিনা পাতা ১/২ কাপ
  • ধনিয়া পাতা ১/২ কাপ
  • টক দই ১/২ কেজি
  • ঘি ২ টেবিল চামচ
  • তেল ২ কাপ
  • লবন ( পরিমাণ মতো )
  • সেফ্রন ( ২ চিমটি ১ কাপ পানিতে গোলানো )
  • আলু বোখারা ৪/৫ টি

এই মসলা গুলো কিনতে ক্লিক করুন 
অথবা কল করুন –  ০১৭৫২৮০৫৭৯৮

প্রণালী ঃ

  • খাসির মাংস ভালো করে ধুয়ে একটা গামলায় নিন। টক দই, আদা রসুনের পেস্ট, লেবুর রস, সামান্য লবন, তেল দিয়ে ভালো করে মেখে গামলার মুখ বন্ধ করে ম্যারিনেট করুন।
  • এবার চাল ধুয়ে নিন। একটা হাঁড়িতে তেল গরম করুন।
  • পেঁয়াজ কুচি দিন। পেয়াজ হালকা বাদামি হলে তাতে  এলাচ, কালো এলাচ, দারচিনি,তেজপাতা দিন।
  • লবন দিয়ে দিন, (তাহলে পেয়াজ পুরবে না)।
  • এখন চাল ঢেলে দিন।  ১ চামচ আদা রসুন পেস্ট, সামান্য লবন দিয়ে ভালো করে ভেজে নিন।
  • চাল ভাজা হয়ে গেলে গরম পানি ঢেলে দিন। লক্ষ রাখবেন পানি যেন চালের থেকে ১ ইঞ্চি উপরে থাকে।
  • আলু বোখারা দিয়ে দিন।
  • কিছুক্ষন পর যখন দেখবেন পানি কমে আসছে, চালের মধ্যে বুদবুদ কম তখন হাড়ির উপরের চাল অন্য একটি পাত্রে তুলে রাখুন।
  • এখন  ম্যারিনেট করা মাংস ঢেলে দিন।
  • তুলে রাখা চাল ঢেলে দিন।
  • এর উপরে কুচি কুচি করা পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ ফালি ছিটিয়ে দিন।
  • চালের উপর সেফ্রনের পানি ঢেলে দিন এমন ভাবে যেন সব জায়গায় পানি লাগে।
  • হাঁড়ির মুখ ভালো করে আটকে দিন যেন, ভেতরের বাতাস বাইরে বের না হতে পারে।
  • দুই ঘন্টা এভেবেই দমে রাখুন।
  • ঢাকনা খুলে উপরে ঘি ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দিন।
  • ১৫ মিনিট পর নামিয়ে নিন।

ব্যাস, তৈরি হয়ে গেল দম কাচ্চি বিরিয়ানি।

ইচ্ছে মত সাজিয়ে পরিবেশন করুন।


Comments are closed.