অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়।

এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-

 

যেভাবে করবেনঃ 

  •  প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।
  • সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ বা ভালো মানের সাবান দিয়ে মুখ ধুয়ে নিন।
  •  বেসন বা মসুর ডাল বাটাও হতে পারে মুখ ধোয়ার উপকরণ।
  •  আবার বেবিসোপ, ডাভ, নিভিয়া, নিউট্রোজেনো সোপ দিয়েও মুখ ধুতে পারেন।

পারফেক্ট শেভিংঃ

  •  যাদের মুখে ব্রণ রয়েছে তাদের শেভ করে ফেলা উচিত।
  • শেভ করলে আবার ত্বক শুষ্ক হয়। তাই শেভের আগে গরম পানির ভাপ নিতে হবে। অথবা একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মুখের ওপর ধরে রাখুন।
  •  ব্লেড সব সময় একদিকে চালাবেন।
  •  শেভের পর অবশ্যই আফটার শেভ লোশন লাগাতে হবে। তা যেন নন-অ্যালকোহলিক হয়।

ময়েশ্চারাইজিংঃ

  •  শেভের ফলে মুখের আর্দ্রতা চলে যায়। যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
  • ল্যাভেন্ডার অয়েল, স্যাগি, মিন্ট, টি ট্রি তেল স্কিন টোনার হিসেবে লাগাবেন।
  • বাইরে রোদে যাওয়ার আগে নূ্যনতম পিএইচপি ১৫ আছে এমন সানক্রিম লাগিয়ে বেরুবেন।

যা যা করবেনঃ

  • সম্ভব হলে ঘণ্টায় একবার মুখে পানির ঝাপটা দিন।
  •  বাসায় শেভ করার চেষ্টা করুন।
  • ব্লক হেডস উঠাতে স্ক্র্যাব ব্যবহার করুন।
  • ব্রণ হলে খোঁটাখুঁটি করবেন না।
  •  ভাজাপোড়া বেশি খাবেন না।
  • অ্যালকোহল ও সিগারেটের অভ্যাস থাকলে পরিত্যাগ করা উচিত।
  •  বাসায় সপ্তাহে দুই দিন মাস্ক বা উপটান লাগাতে পারেন।
  •  মুখে কোনো প্রসাধন ব্যবহারের ফলে যদি ব্রণ দেখা দেয় তবে তা ব্যবহার করবেন না।

Comments are closed.