chicken-tikka-kebab

চিকেন টিক্কা কাবাব

কাবাবের নাম শুনলেই জিভে জল চলে আসে, একটু ঝাল একটু মশলাদার মাংস খেতে কে না ভালবাসে । সবার প্রিয় কাবাবের রেসিপি টি জেনে নেওয়া যাক।

উপকরণঃ

চিকেন-৫০০ গ্রাম, টক দধি-১০০ গ্রাম, আদা-১ টেবিল চামচ, রসুন-১ টেবিল চামচ, সয়াসস-১ টেবিল চামচ, কাশ্মিরী মরিচের গুঁড়া- ২ টেবিল চামচ, চাট মশলা-১ চা-চামচ, ওয়েস্টার সস-১ টেবিল চামচ, আমচুর-২ চা চামচ, সরিষার তেল-১/২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ পরিমানমতো ।

প্রণালীঃ

প্রথমে চিকেন ভালো করে ধুয়ে  পানি ঝড়িয়ে নিতে হবে। সব উপকরণ দিয়ে চিকেন মেরিনেট করে ১ ঘন্টা রেখে দিন। এবার তন্দুরি পাত্রে ঘি বা তেল ব্রাশ করে চিকেন ভেঁজে অথবা কয়লার আগুনে জ্বলসে নিন।

chicken-tikka-kebab চিকেন-টিক্কা-কাবাব@chuijhal.com
পরিবেশনঃ

ঝলসানো চিকেন পরিবেশন ডিসে সালাদের সাথে পরিবেশন করুন মজাদার চিকেন টিক্কা কাবাব। সাথে রাখতে পারেন নান বা পরটা।

রেসিপিদাতাঃ

নামঃ  শামীম বখতিয়ার

shamim-baktiar শামিম-বকতিয়ার

পেশাঃ  চাকুরীজীবী

শখঃ  ভ্রমন করা এবং রান্না করা

শামিম বখতিয়ার একজন চাকুরীজীবী কাজের ফাকে ফাকে রান্না করতে ভালোবাসেন আর ভালোবাসেন ঘুরে বেড়াতে।


Comments are closed.