প্রতিদিন বিকাল কিংবা সন্ধ্যায় কিছু না কিছু হালকা নাশতা তৈরি করা জরুরি হয়ে পড়ে। কারণ দুপুরের খাবার খাওয়ার পর থেকে রাতের খাবার খাওয়া পর্যন্ত সময়টা বেশ দীর্ঘ হয়। ফলে খুদাও বেড়ে যায়। তাছাড়া লম্বা একটা সময় খালি পেটে থাকলে নানা সমস্যাও হতে পারে। তাই এই সময়ে হালকা নাশতা করাটা খুব জরুরি।

যদিও তখন অনেকটা সময় নিয়ে রান্না ঘরে থাকাটাও কষ্টকর। তাই এই সময়ে পরিবার কিংবা মেহমানদের আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলুন পটেটো বল। যা খেতে ভীষণ সুস্বাদু। আর পুষ্টিগুণেও অনন্য।

দেরি না করে চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি-

উপকরণ :

২টি বড় আলু সিদ্ধ, বাটার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া স্বাদমতো, ডিম ৩টি, ময়দা পরিমাণ মতো, বিস্কিটের গুঁড়া বা ব্রেডক্রাম্ব পরিমাণ মতো, তেল ভাজার জন্য।

প্রণালী :

প্রথমে আলু সিদ্ধ করে নিন। এবার এতে বাটার, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যাশ করে নিন। এরপর এতে দিন দুটি ডিমের কুসুম। তারপর ভালো করে মেখে নিন। চাইলে স্বাদ বাড়ানোর জন্য নিজের পছন্দমতো মশলা যোগ করতে পারেন। ভালো করে মাখানো হয়ে এলে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। যদি তাড়াহুড়ো থাকে তাহলে ফ্রিজে রাখার বিষয়টি বাদ দিতে পারেন।

ফ্রিজ থেকে বের করে ছোট ছোট গোল অংশে ভাগ করে নিয়ে বলের মতো তৈরি করুন। বাকি ডিম ভালো করে ফেটিয়ে নিন। এরপর ময়দায় বলগুলো গড়িয়ে নিন। তাপর ডিমে ডুবিয়ে তুলে ব্রেডক্রাম্বে গড়িয়ে উপরে কোট দিয়ে নিন। তেল গরম হলে ডুবো তেলে লালচে করে ভেজে কিচেন টিস্যুতে তুলে নিন।
এবার পছন্দের সস ও মেয়োনিজ দিয়ে সুস্বাদু পটেটো বল পরিবেশন করুন।আপনি চাইলে এতে বিভিন্ন সবজি, মাংস, চিজ ইত্যাদি ব্যাবহার করতে পারেন।

 


No comments so far.

Leave a Reply