অনেকেরই পছন্দের খাবারের তালিকায় মাছের ডিম শুরুর দিকে রয়েছে। কেউ কেউ তো মাছ কেনেনই ডিম খাওয়ার জন্য। মাছের ডিম কেবল খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে নানান পুষ্টিগুণ। আসুন জেনে নিই মাছের ডিমের ৬ উপকারিতা-

১. মাছের ডিমে ভিটামিন ‘এ’ রয়েছে। তাই চোখ ভালো রাখতে সপ্তাহে অন্তত একদিন মাছের ডিম খেতে পারেন।

২. মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় ও রক্তে হিমোগ্লোবিনের পরিমান বাড়ে। তাই মাছের ডিম আপনাকে অ্যানিমিয়া থেকে রক্ষা করতে পারে।

৩. মাছের ডিমে প্রচুর পরিমানে ভিটামিন ডি রয়েছে, যা হাড় শক্ত রাখে। এই ভিটামিন ডি আপনার দাঁতও ভালো রাখে।

৪. মাছের ডিমে থাকা ভিটামিন ডি হার্ট ভালো রাখতে সাহায্য করে। যাদের হৃদরোগ রয়েছে, তাদের প্রতি সপ্তাহে নিয়ম করে মাছের ডিম খাওয়া উচিত।

৫. অ্যালঝাইমার রোগীরা মাছের ডিম খেলে উপকার পেতে পারেন।

৬. যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য মাছের ডিম খুবই উপকারী।


No comments so far.

Leave a Reply