মেকআপ এর জন্যে শীতকাল বেশ দারুণ একটা সময়। শীতে মেকআপ সহজে নষ্ট হয় না।  উজ্জ্বল রঙের জন্য একদম ঠিক সময় শীতকাল। যে কোন মানুষ কে পোশাকের সাথে মানানসই মেকআপ ছাড়া সাজলে এলোমেলো দেখাবে তাই শীতে আপনার সাজ কেমন হবে, সে দিক টায় যত্নের সাথে খেয়াল রাখুন। পোশাকের সাথে  আপনার সাজ ঠিক রাখতে কী কী ব্যবহার করবেন,

কিভাবে ব্যবহার করবেন , সেটি নির্ভর করবে আপনার হাতে থাকা সময় আর কোন পরিবেশে যাচ্ছেন তার উপর। শীতে সাজগোজ ও মেকআপের ক্ষেত্রে যে বিষয়গুলো সব সময় খেয়াল রাখবেন –

* শীত কালে বাইরের আবহাওয়া থাকে রুক্ষ্ আর সূর্যের তাপ ত্বকের ক্ষতি করতে পারে আপনার। সানস্ক্রিন ব্যবহার করুন এটি আপনার ত্বকে ময়েশ্চারাইজারের কাজও করবে। সানস্ক্রিন শুধু মেকআপ এর আগেই না  আমাদের বাইরে বের হলে বা যারা রান্না করে তার আগে সানস্ক্রিন ব্যবহার করা জরুরী।

* খেয়াল রাখতে হবে মেকআপ শুরুর আগে ত্বকে লাগিয়ে নিন ময়েশ্চারাইজার। শুষ্ক ত্বকে অয়েল বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন আর , তৈলাক্ত ত্বকে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও কম্বিনেশন ত্বকের টি জোনে অয়েল ফ্রি এবং বাকি অংশে অয়েল বেসড ময়েশ্চারাইজার লাগান। এতে  মেকার সুন্দর করে বসবে

* বর্তমানে নাম করা সকল মেকআপ ব্রান্ডগুলো ময়েশ্চারাইজার ও ফাউন্ডেশনের সংমিশ্রণে তৈরি করেছে বি বি  ক্রিম। এই এক ক্রিম শুধু ফাউন্ডেশন ই নয় কাজ করে ময়েশ্চারাইজারেরও কাজ করে থাকে । হালকা মেকআপ করতে চাইলে ফাউন্ডেশনের বদলে বেছে নিন বি বি ক্রিম। অনেকেই বি বি  ক্রিম ব্যবহার করে থাকে

* শীতে বেছে নিন একটু ভারী ধরনের ক্রিম কমপ্যাক্ট পাউডার, যাতে অয়েল কন্টেন্ট বেশি থাকে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে , অতিরিক্ত শুষ্ক হতে দিবে না । ঠোঁটের সাজ: দামি সুন্দর লিপস্টিক পরলেন অথচ দেখা গেল  ঠোঁট শুষ্ক ও ফাটা। সে ক্ষেত্রে ভালো দেখাবে না ঠোঁট একদমই। লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে ভালো মানের লিপবাম লাগিয়ে নিতে পারেন ।

* ভালো মানের ব্লাশ ব্যবহার করুন । ব্লাশ শীতের মেকআপের প্রধান আইটেম। শীতের ফ্যাকাশে ত্বককে রঙিন করতে বেছে নিন ভালো মানের  ব্লাশ। যাদের রঙ ফর্সা ও আন্ডারটোন পিংক, তারা বেছে নিন গোলাপি বা কোরাল শেড। হলুদ আন্ডারটোন ও চাপা রঙ হলে পিচ, টেরাকোটা শেডগুলো বেশি মানাবে।

আমরা সবাই জানি শীতকে বলা হয়ে থাকে ফ্যাশনের ঋতু কারণ এসময় ঘাম ও তৈলাক্ততা কম হওয়ার জন্য সাজগোজ করে নিজের চেহারা  ইচ্ছে মত বেশী সময় ধরে পরিবর্তন করা যায়। তবে সৌন্দর্য্য প্রকাশে আর দেরী কেন!

একটাই কথা বলবো ভালো মানের মেকার ব্যবহার করুন আর নিজের ত্বক আনুযায়ি মেকাপ বেছে নিন।

 


No comments so far.

Leave a Reply