শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত।

শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ

-ঘুম থেকে উঠেই মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দেবেন না। শীতের সকালে মুখ ধোবার জন্য গরম পানি ব্যবহার করুন।

-মুখে হালকা কুসুম গরম পানির ঝাপটা দিন। তারপর ক্লিনজিং লোশন নিয়ে মুখে ম্যাসাজ করুন ২ মিনিট। আপনি যদি ক্লিনজিং ব্যবহার করতে না চান তাহলে মধু নিয়ে মুখে ম্যাসাজ করুন।

-দুই মিনিট পর ভেজা তুলো দিয়ে মুখ মুছে ফেলুন।

-এরপর খুব সামান্য একটু স্ক্রাবার নিন হাতের তালুতে। যতটুকু প্রয়োজন পুরো মুখের জন্য, তাঁর চাইতে বেশি নিন। এই স্ক্রাবারের সাথে আপনার পছন্দের কোন একটা ফেসওয়াশ মেশান এবং মুখে মাখুন।

-যেভাবে ফেসওয়াশ দিয়ে মুখে পরিষ্কার করেন, কুসুম গরম পানি দিয়ে ঠিক সেভাবেই পরিষ্কার করে ধুয়ে নিন।

-এখন ত্বকে লাগিয়ে নিন আপনার পছন্দের কোন ফেসক্রিম । যারা ক্রিম ব্যবহার করতে চান না, তাড়া সমান সমান পরিমাণ পানি ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

ব্যস, তৈরি হয়ে গেল আপনার ত্বক সারাদিনের জন্য। এবার পুরো দিন থাকুন ঝলমলে ও উজ্জ্বল।

 


No comments so far.

Leave a Reply