নারিকেল তেল এর উপকারিতা

নারিকেল তেল ত্বকে ব্লিচ ও ক্লিনজারের কাজ করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বকে ব্রনের সমস্যা দূর হবে এবং ব্রনের দাগ ও ক্ষত ম্লান হবে। ত্বক নমনীয় করতে নারিকেলের তেল বেশ জরুরি এবং র‌্যাশের সমস্যা সমাধানেও নারকেল তেল খুবই উপকারী। ত্বকের কালো ছোপ ছোপ দাগ থাকলে সেসব জায়গায় নারিকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে দাগটি হালকা হয়ে যায়।

 

কার্যকারিতা

  •  নারিকেল তেল প্রাকৃতিক আন্ডার আই ক্রিমের কাজ করে। নারিকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফ্রিজে রেখে জমিয়ে প্রতিদিন রাতে শোবার আগে চোখের নিচে লাগালে কালো দাগ দূর হয়ে যাবে।
  •  ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে নারিকেল তেল ব্যবহার করতে পারেন।
  •  নিয়মিত নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বকের পানিশূন্যতা দূর হয়।
  •  ত্বকের আর্দ্রতা রক্ষায়ও নারিকেল তেলে বেশ উপকারি।
  •  চেহারায় বয়সের ছাপ দূর করে নারিকেল তেল।

এখন অনেকেই প্রশ্ন করেন খাঁটি তেল কোথায় পাবো? এবং কীভাবে বুঝবো যে তেলটা খাঁটি?

আমরা সবাই-ই জানি যে, নারিকেল তেল ঠান্ডায় জমে যায়। বিশুদ্ধ নারিকেল তেল চেনার এটা একটি বড় উপায়। এজন্য কোকোনাট অয়েলকে ৩০ মিনিটের জন্যে ফ্রিজে রেখে দেখতে পারেন যে এটি পুরো জমে গেছে কিনা। পুরোপুরি জমে গেলে বুঝবেন তেলটি খাঁটি।

সল নারকেল তেল একদম ওয়াটার ক্লিয়ার কালার হয়। যদি আপনি তেলের রঙ এ হালকা হলুদ / গ্রে কালার দেখতে পান তাহলে বুঝবেন এটি কেমিক্যালযুক্ত।

আসল নারকেল তেলে কোনো ধরনের কড়া গন্ধ থাকবে না। এতে হালকা ধরনের নারিকেলের স্মেল থাকবে।

নারিকেল তেল এর উপকারিতা নিয়ে অনেক কিছু লেখা যাবে তবে আজ এটুকুই থাক।

অবশ্যই এর জন্যে আপনাকে ভালো দাম দিয়ে কিনতে হবে। সস্তা নারকেল তেল কখনোই বিশুদ্ধ হবে না।

অর্ডার করুনঃ

https://goo.gl/caaJGL


Comments are closed.