0

“খানদানী মেজবান” এখন আপনার হেঁশেলে
রেসিপি, স্পেশাল / January 11, 2018 / zahidulislamjunnunচট্টগ্রামের একটি আনুষ্ঠানিকতার নাম ‘মেজবান’। জন্ম, মৃত্যু বা বিত্তশালী অনেকেই মাঝে মধ্যেই আয়োজন করে মেজবানের।
যেখানে খাবার মেন্যুতে থাকে সাদা ভাত, ডাল ও গরুর মাংস। মেজবানে গরুর মাংসটা হয় একটু স্পেশাল। স্বাদও অতুলনীয়। এই মাংস রান্নাই এখন সারাদেশে ‘মেজবানি মাংস’ হিসেবে পরিচিত এবং খুব জনপ্রিয়। এই মেজবানি রান্না কিন্তু এখন আপনার রান্না ঘরে। কোন ঝামেলা ছাড়াই রান্না করে ফেলতে পারেন মেজবানি গোশত।
উপকরনঃ
- বুকের মাংস, কলিজা, গুর্দা, ফুসফুসসহ গরুর মাংস ৫ কেজি,
- পেঁয়াজ ২ কেজি (অর্ধেক বাটা, অর্ধেক কুচি করে কাটা),
- আদা বাটা ১৫০ গ্রাম,
- রসুন বাটা ১৫০ গ্রাম,
- সাদা সরষে বাটা ৫০ গ্রাম,
- চিনাবাদাম বাটা ৫০ গ্রাম,
- নারিকেলের দুধ ১৫০ গ্রাম,
- ধনে গুঁড়া ৪ টেবিল চামচ,
- কালো এলাচ বাটা ১/২ টেবিল চামচ,
- স্টার মসলা বাটা ১/২ টেবিল চামচ ,
- মরিচ গুঁড়া ৪ টেবিল চামচ,
- হলুদ গুঁড়া ২ টেবিল চামচ,
- জিরা গুঁড়া ৪ টেবিল চামচ,
- শাহি জিরা বাটা ১/২ টেবিল চামচ,
- সরিষার তেল ৩০০ মিলি,
- সয়াবিন তেল ২০০ মিলি, ঘি ২০০ গ্রাম,
- টমেটো ১ কেজি,
- কাঁচা মরিচ ১০টি,
- গরম মসলা পরিমাণ মতো,
- লবণ ও পানি পরিমাণ মতো,
- জিরা ২০ গ্রাম,
- ধনে ২০ গ্রাম,
- রাঁধুনি ১৫ গ্রাম,
- শুকনা মরিচ ১০টি ও
- তেজপাতা ৮টি।
মেজবানি ঘ্রাণের জন্যঃ
- চুইঝাল ২৫০ গ্রাম।
- এলাচি ৬-৭টি,
- ২ ইঞ্চি লম্বা দারুচিনি ৩টি,
- লবঙ্গ ৮টি,
- গোলমরিচ আধা টেবিল চামচ,
- মেথি ২ টেবিল চামচ,
- জায়ফল ১টি,
- জয়ত্রী ১ টেবিল চামচ,
- রাঁধুনি আধা টেবিল চামচ,
- জৈন ১ চা চামচ,
- মৌরী ১ চা চামচ,
- ঘি ১০০ গ্রাম।
উপকরণের মধ্যে আদা রসুন এবং বাটা মসলা গুলো ছাড়া বাকি সব মসলা ভেঁজে গুড়া করে আলাদা আলাদা মুখবন্ধ পাত্রে রাখুন। পেঁয়াজ বাটা ও অর্ধেক কুঁচি মাংসে দিন। আর কিছুটা ভেঁজে বেরেস্তা করে রাখুন।
রান্না প্রণালিঃ
- প্রথমে ৪ কেজি মাংসের সঙ্গে ১ কেজি বুকের হাড়, গুর্দা, কলিজা, ফুসফুসের টুকরা মিলিয়ে ৫ কেজি করে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।
- একটি ভারী সসপ্যানে আদা, রসুন, সাদা সরষে, চিনাবাদাম, নারিকেলের দুধ,ধনে গুঁড়া, কালো এলাচ, স্টার মসলা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া , শাহি জিরা ইত্যাদি উপাদানগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন।
- তারপর চুলায় বসিয়ে ঢেকে দিতে হবে।
- কিছুক্ষণ পর চুইঝাল দিয়ে নেড়ে ঢেকে দিন।
- ১৫ থেকে ২০ মিনিট পর নেড়ে দুই কাপ গরম পানি দিয়ে দিন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে রাখুন।
- ৫ মিনিট পর টমেটো দিয়ে নেড়ে আবার ঢেকে দিন।
- ৫ মিনিট পর জিরা, ধনে, রাঁধুনি, শুকনা মরিচ ও তেজপাতা মাংসে দিয়ে নেড়ে আবার ঢেকে রাখুন।
- মাংস অল্প আঁচে রান্না করুন। প্রয়োজনে আরো গরম পানি দিন। মাংসে যেন মাখা মাখা ঝোল থাকে।
- মাংস সেদ্ধ হয়ে গেলে গুঁড়া মসলা, কাঁচা মরিচ ও ১০০ গ্রাম ঘি ছড়িয়ে দিয়ে হাঁড়ি ঢেকে চুলা বন্ধ করে দিন।
- সার্ভিং ডিশে মাংস নিয়ে ওপরে বেরেস্তা দিয়ে সাজিয়ে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
হয়ে গেল আপনার রান্না ঘরে মেজবানি গোশত তৈরি।
চুইঝাল আপনার মেজবানি গোশত রান্নায় ভিন্ন মাত্রা যোগ করবে। স্বাদে এবং ঘ্রাণে আপনার রান্না হয়ে উঠবে অতুলনীয়। একবার যে খাবে সে কখনোই ভুলতে পারবে না।
মেজবানি রান্নার প্রধান আকর্ষণ এর মসলা। উপরের সব মসলা একসাথে পেতে ক্লিক করুন।
Comments are closed.
Categories
Products
-
অরবরই বা নুয়ালের আচার ৳ 410.00
-
চুইঝাল দিয়ে হাঁস ভুনা - ১ কেজি ৳ 1,490.00
-
খেজুর তেঁতুল মিক্স আচার ৪৬০ গ্রাম ৳ 410.00
-
দেশি রসুন এর আচার ৪২০ গ্রাম ৳ 410.00
-
এক্সট্রা হট নাগা মরিচের আচার- ৪৪০ গ্রাম
Rated 5.00 out of 5৳ 410.00
Facebook Comments