চুইঝাল স্পেশাল “স্ম্যাসড জলপাই” এর আচার
আচার / December 25, 2018 / zahidulislamjunnunচুইঝাল ডট কম- একটি পরিচিত নাম। সুস্বাদু এবং মুখোরোচক আচারের জন্য সবার মুখে চুইঝাল এর নাম। অনেকেই জানতে চান যে, কিভাবে এত স্বুসাদু আর মুখোরোচক অথচ স্বাস্থ্যসম্মত আচার চুইঝাল কিভাবে বানায়। এতদিন আমরা এই সম্পর্কে কিছু বলি নি।
আজ আমি আপনাদের কে একটা গল্প বলবো। গাছে ঝুলতে থাকা তাজা জলপাই থেকে বোতলের স্ম্যাসড জলপাই এর আচার হয়ে উঠার গল্প। এই গল্পে আপনি জানতে পারবেন কিভাবে ধাপে ধাপে সব কাজ করা হয়। আর দেরি না করে চলুন গল্পটি শুনে ফেলা যাক…
প্রাথমিক ধাপঃ
এই পর্যায়ে জলপাই গুলো থাকে গাছে।জলপাই শীত কালীন ফল। নভেম্বরের শুরুতে পরিপক্ক হতে শুরু করে জলপাই। তখন কিছুদিনের মধ্যেই জলপাই পাড়ার সময় হয়ে যায়। গাছ থেকে ছিড়ে এগুলো সোজা আসে রান্নাঘরে, যেখানে অনেকেই অপেক্ষা করছে সেগুলোকে প্রসেস করার জন্য…
বোটা ছাড়ানোঃ
রান্নাঘরে আসার পর প্রথমেই যেটা করতে হয় তাহলো এগুলোকে বোটা থেকে আলাদা করতে হয়। প্রতিটি জলপাই দেখে দেখে বোটা থেকে আলাদা করা হয়। একটু নরম অথবা কোন ক্ষতিগ্রস্থ জলপাই গুলো কে আলাদা করে ফেলা হয় এই সময়েই।
ধোয়ার পালাঃ
বোটা ছাড়ানো হয়ে গেলে জলপাই গুলোকে ধুয়ে নেয়া হয়। বড় বড় পাত্রে জলপাইগুলো কে নিয়ে সেগুলো কে ভালোভাবে ধুয়ে নেয়া হয়। কয়েক বারের প্রসেসে এই ধোয়ার পালা শেষ হয়। তারপর জলপাইগুলো কে পানি থেকে তুলে ঝরা দেয়া হয়।
স্বিদ্ধ করার পালাঃ
এখন জলপাই গুলো প্রস্তুত চুলায় উঠার জন্য। বিশাল বিশাল হাড়িতে জলপাই গুলো কে স্বিদ্ধ করে নেয়া হয়। এক পর্যায়ে যখন জলপাই গুলো রঙ বদলে ফেলে তখন সেগুলোকে চুলা থেকে নামিয়ে নেয়া হয়। ঠান্ডা করার জন্য রেখে দেয়া হয়।
স্ম্যাসড করাঃ
এখন জলপাই গুলোকে স্ম্যাসড করে নেয়া হয়। তিন জন চুইঝাল কর্মী হাতে গ্লভস পরে এই কাজ টি সম্পন্ন করেন। একটা একটা করে প্রতিটি জলপাই কে স্ম্যাসড করা হয়। এই কাজটি করতে একদিন লেগে যায়।
আচার বানানোঃ
স্ম্যাসড জলপাই প্রস্তুত আচার হবার জন্য। প্রথমে একটি বিশাল হাড়িতে করে তেল চড়ানো হয়। তেল টা গরম হলে তাতে একে একে সব মসলা দিয়ে দেয়া হয় । মসলা কষানো হয়ে গেলে তারপর জলপাই ঢেলে দেয়া হয়। তারপর এতে একে একে চিনি চুইঝালের স্পেশাল মসলা দিয়ে দেয়া হয়। সব শেষে পাচফোরন এর গুড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেয়া হয়।
বোতলজাত করনঃ
আচার বোতল জাত করার আগে দুই থেকে তিন দিন রোদে দেয়া ভালো। এতে করে আচার এর স্বাদ গন্ধ আর মান ভালো থাকে। তারপর সেগুলো কে বোতলে ভরে প্যাকেট করে ডেলিভারি দেয়ার জন্য প্রস্তুত করা হয়।
কিভাবে খাবেনঃ
স্ম্যাসড জলপাইয়ের আচার টি টক মিষ্টি স্বাদের। এটি কে আপনি শুধু শুধু ও খেতে পারেন। চাইলে ডাল ভাতের সাথে অথবা শীতের সকালে ধোয়া উঠা গরম খিচুড়ীর সাথে ও খেতে পারেন।
স্ম্যাসড জলপাই আচার ঘরে বসে পেতে অর্ডার করতে ক্লিক করুন অথবা ফোন ও করতে পারেন- 01752805798 এই নম্বরে।
প্রতি মুহুর্তে আপনার সাথে আছে
Chuijhal.com
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00