
হালুয়া তৈরির রেসেপি
মিষ্টি ও মিষ্টিজাত / March 12, 2022 / zahidulislamjunnunহালুয়া এক ধরনের মিষ্টান্ন। হালুয়া কম বেশি আমাদের সকলের কাছে প্রিয় । আসছে শবে বরাত। আর শবে বরাতের দিন আমরা নানা রকম হালুয়া অনেকেই বাড়িতে বানিয়ে থাকি। অনেকেই সুজি, বুট, গাজর, ডিম, বাদাম, পেঁপে, চালকুমড়া, নেসেস্তাসহ হরেক রকমের উপকরণ দিয়েই বৈচিত্র্যময় স্বাদের হালুয়া তৈরি করা যায়। কয়েকটি হালুয়া তৈরির রেসেপি জানবো আজ ।
১) কমলার হালুয়া
উপকরণ:
কমলার রস– হাফ কাপ, কর্ন ফ্লাওয়ার- হাফ কাপ, চিনি- ১ থেকে দেড় কাপ অথবা স্বাদমতো, লেবুর রস- ১-২ চা চামচ, কমলা ফুড কালার- ১ চিমটি, ঘি- ৪-৫ টেবিল চামচ, এলাচের গুঁড়া- সিকি চা চামচ।
প্রস্তুত প্রণালি:
প্রথমে কমলার রস ছেকে নিন। কর্ন ফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিন কমলার রস। চুলায় হালকা আঁচে হাঁড়ি বসিয়ে চিনি ও হাফ কাপ পানি ঢেলে দিন। চিনি গলে গেলে লেবুর রস দিয়ে দিন । এবার কমলার রস ও কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ ঢেলে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। একটানা নাড়তে হবে। কয়েক মিনিট পর ফুড কালার দিয়ে দিন। মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে তখন ১ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন। ভালো মতো মিশে গেলে আবার ১ টেবিল চামচ ঘি দিন। এভাবে ৪-৫ টেবিল চামচ ঘি মিশিয়ে নিন হালুয়ায়। হালুয়ার রঙ স্বচ্ছ হয়ে গেলে এবার এলাচের গুঁড়া দিয়ে নাড়ুন। যে পাত্রে রাখবেন সেখানে অল্প ঘি মিশিয়ে হালুয়া রেখে চেপে চেপে সমান করুন উপরের অংশ। কাঠবাদাম কুচি কুচি কেটে ছিটিয়ে এক ঘণ্টা রেখে দিন রুম টেম্পারেচারে। হালুয়া জমে গেলে এবার ইচ্ছা মত কেটে রেখে দিন ।
২) ডিমের শাহী হালুয়া
উপকরণ:
ডিম ৪-৫ টি, চিনি ১থেকে দেড় কাপ, ফ্রেস ক্রিম ১-২ টা, বাটার ১০০-২০০ গ্রাম, ছানা ১ কাপ, দারুচিনি ১-২ টুকরা, এলাচি ২ টা এবং জাফরান রং সামান্য দুধে মেশানো।
প্রণালি:
প্রথমে ডিম ও চিনি ভালোকরে মিশিয়ে নিতে হবে হ্যান্ড বিটার দিয়ে। এবার একটি পাত্রে বাটার দিয়ে দারুচিনি ও এলাচ দিয়ে নিন। এখন কিছুক্ষণ পর ডিমের মিশ্রণ, ছানা এবং ক্রিম দিয়ে এমনভাবে নাড়তে হবে এক টানা যেন কড়াইতে লেগে না যায়। তারপর হালুয়ার মতো হয়ে বাটার উপরে উঠে আসলে জর্দার রং দিয়ে নাড়ুন। এবার একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন ডিমের শাহী হালুয়া।
৩) সুজির চকলেট হালুয়া রেসিপি
উপকরণঃ
– সুজি ১/২ কাপ,
– চিনি পরিমাণমতো,
– ঘি ২ কাপ বা তার বেশি ,
– কোকো পাউডার ২-৩ টেবিল চামচ,
– চকলেট সিরাপ ১-২ টেবিল চামচ,
– দারুচিনি,
– এলাচ গুঁড়া,
– কিসমিস,
– কাঠবাদাম,
– কাজুবাদাম,
– পেস্তা বাদাম,
– পানি ১-২ কাপ (গরম পানি),
– লবণ স্বাদ মত ।
প্রণালীঃ
প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে সুজি দিয়ে ভাজতে থাকুন । সুজি ভাজা হয়ে গেলে তার মধ্যে কোকো পাউডার, এলাচ, দারুচিনি, চিনি, চকলেট সিরাপ ও পানি দিয়ে ভালো ভাবে নাড়তে থাকুন।
তারপর কিসমিস, বাদাম দিন। পানি শুকিয়ে এলে দেখতে পাবেন তেল উপরে ভেসে উঠেছে তখন চুলা থেকে নামান। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন।মজাদার সুজির চকলেট হালুয়া।
Categories
Products
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00৳ 500.00 -
আচার লাভার কম্বো প্যাক ১৪ টা
৳ 5,740.00৳ 4,500.00 -
কদবেলের আচার ১ কেজি
৳ 1,050.00৳ 950.00 -
টেস্টার প্যাক কম্বো ১৪ টা
৳ 1,680.00৳ 1,400.00 -
চুইঝাল রসুনের আচার ৳ 410.00