এই গরমে সুস্থ থাকতে আমাদের সবার উচিৎ প্রচুর পানি পান করা । সেই সাথে হরেক রকম শরবত পান করলে আপনার শরীরও থাকবে চাঙ্গা। আসুন জেনে নিই এই গরমে কী ধরনের শরবত আপনার শরীর চাঙ্গা করবে-

১) বেলের মিষ্টি শরবত 

উপকরণঃ 

  • পাকা বেল
  • চিনি পাতিলেবু বা গন্ধরাজ লেবু
  • ঠান্ডা পানি
  • বিট লবণ  বা সাধারণ লবণ

প্রণালী 

  • প্রথমে পাকা বেল ফাটিয়ে ভিতর থেকে পুরো শাঁসটা বের করে নিবেন ।
  • তাপর ঠান্ডা পানি  বেলের শাঁস কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
  • এবার শাঁস নরম হয়ে এলে চটকে ক্কাথ বার করে নিন এবং ছাঁকনি দিয়েভালো করে  ছেঁকে নিন।
  • বেল কতটা মিষ্টি সেটা পরখ করে নিয়ে ওই ক্কাথে পরিমাণ মত  চিনির গুঁড়ো মিশিয়ে নিন।
  • চিনি ভালো করে গুলে এলে অল্প বিট লবণ  আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নিন।
  • ঠান্ডা ঠান্ডা খেতে দিন।

২) ডাব শাঁসের শরবত 

উপকরণ 

  • একটি শাঁসওয়ালা ডাব নিন

প্রণালীঃ

  • প্রথমে ডাব ফাটিয়ে তার পানি  আলাদা করে নিন আর শাঁস ছাড়িয়ে রাখুন।
  • এবার ডাবের পানি  ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
  • খেতে দেওয়ার আগে ডাবের ঠান্ডা পানি  শাঁস মিশিয়ে ব্লেন্ডারে শরবত বানিয়ে নিন। পানি  ও শাঁস আগে থেকে ব্লেন্ড করে রাখবেন না, তাতে ডাব- শাঁসের আসল স্বাদ চলে যায়।

 ৩) তরমুজের শরবত

উপকরণঃ 

  • তরমুজ পরিমাণ মত
  • আদা
  • লেবুর রস লবণ- চিনি স্বাদ অনুযায়ী
  • পানি

প্রণালী 

  • প্রথমে তরমুজ কেটে খোসা ফেলে টুকরো করে নিন।
  • তারপর তরমুজের বীজ বের করে নিন।
  • এবার এক সাথে সব উপকরণ একসাথে  মিশিয়ে পানি  দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।
  • ২০- ৩০ মিনিট ফ্রিজে রেখে এবার পরিবেশন করুন। উপরে বরফও দিতে পারেন চাহিদা মতো৷

৪) জাফরানি শরবত 

উপকরণ 

  • দুধ- হাফ কেজি
  • জাফরান ১  চা-চামচ
  • পেস্তা কুচি, আমন্ড বাদাম কুচি, কিশমিশ- হাফ  টেবিল-চামচ করে
  • চিনি- ৪-৫  টেবিল-চামচ
  • পেস্তা, আমন্ড বাটা- ১ টেবিল-চামচ
  • এলাচ গুঁড়ো- সিকি চা-চামচ
  • গোলাপের জল- আচ চা-চামচ

প্রণালী 

  • প্রথমে দুধ, গোলাপ জল, জাফরান, চিনি একসাথে  গ্যাসে বসান।
  • ফুটে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।
  • বাকি উপকরণ মিশিয়ে, বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

৫) আদা-লেবুর জলঃ 

উপকরণ

  • আদার রস- ১ চা-চামচ
  • লেবুর রস- ১-২  টেবিল-চামচ
  • চিনি- ২ টেবিল-চামচ
  • পানি – ১ গ্লাস

প্রণালী 

  • সমস্ত উপকরণ একসাথে  মিলিয়ে খেয়ে ফেললেই হলো!

 

 


No comments so far.

Leave a Reply