পাঁপড় কার না পছন্দ ? ছোট বড় সবারই পাঁপড়ের নাম শুনলে জিভে পানি চলে আসে। কেমন হয় যদি সেই পাঁপড় আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন?

চলুন দেখে নেই রেসিপিটি-

উপকরনঃ

  • আলু – ৫০০ গ্রাম ( মাঝারি ৬ টি )
  • তেল – ২ টেবিল চামচ
  • লবন – ১/২ চা চামচ
  • গুঁড়া মরিচ – ১/৪ চা চামচ
  • ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
  • জিরা গুঁড়া – ১ চিমটি
  • গরম মসলা গুড়া-পরিমান মত 

প্রনালিঃ

  • আলু ভালো ভাবে স্বিদ্ধ করে নিন।
  • ঢাকনা দেয়া অবস্থায় ৩-৪ মিনিট রাখতে হবে ।
  • ঠাণ্ডা করে গ্রেটার দিয়ে কুচি করে নিন।
  • এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিন।
  • ছোট ছোট গোল বল তৈরি করুন ।
  • আলুর বল গুলোতে তেল মাখিয়ে রাখুন ।
  • ২ সিট পলিথিন নিন ।
  • পলিথিনে তেল মাখিয়ে একটি সিটে একটি বল রাখুন ।
  • এবার বলটি আরেকটি পলিথিনের সিট দিয়ে ঢেকে দিন।
  • এবার ম্যাজিক রুটি মেকারে হালকা চাপ দিয়ে পাঁপড় বেলে নিন।
  • পাঁপড় বেশি পাতলা করবেন না ।
  • শুঁকিয়ে গেলে পাঁপড় আরও পাতলা হবে ।
  • পরোটার মতো মোটা করে বেলতে হবে ।
  • বেলা হয়ে গেলে কাপড়ের উপরে বিছিয়ে অথবা বড় প্লেটে শুঁকাতে দিন।
  • সকালে দিলে সন্ধার মধ্যে শুঁকিয়ে যাবে ।
  • শুঁকিয়ে গেলে ডুবো তেলে মাঝারি আচে ভেজে নিতে হবে ।

সামান্য বিট লবণ উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।


Comments are closed.