0
মচমচে মজাদার আলুর পাঁপড়
তেলে ভাজা, রুটি মেকার / October 15, 2017 / zahidulislamjunnunপাঁপড় কার না পছন্দ ? ছোট বড় সবারই পাঁপড়ের নাম শুনলে জিভে পানি চলে আসে। কেমন হয় যদি সেই পাঁপড় আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন?
চলুন দেখে নেই রেসিপিটি-
উপকরনঃ
- আলু – ৫০০ গ্রাম ( মাঝারি ৬ টি )
- তেল – ২ টেবিল চামচ
- লবন – ১/২ চা চামচ
- গুঁড়া মরিচ – ১/৪ চা চামচ
- ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
- জিরা গুঁড়া – ১ চিমটি
- গরম মসলা গুড়া-পরিমান মত
প্রনালিঃ
- আলু ভালো ভাবে স্বিদ্ধ করে নিন।
- ঢাকনা দেয়া অবস্থায় ৩-৪ মিনিট রাখতে হবে ।
- ঠাণ্ডা করে গ্রেটার দিয়ে কুচি করে নিন।
- এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিন।
- ছোট ছোট গোল বল তৈরি করুন ।
- আলুর বল গুলোতে তেল মাখিয়ে রাখুন ।
- ২ সিট পলিথিন নিন ।
- পলিথিনে তেল মাখিয়ে একটি সিটে একটি বল রাখুন ।
- এবার বলটি আরেকটি পলিথিনের সিট দিয়ে ঢেকে দিন।
- এবার ম্যাজিক রুটি মেকারে হালকা চাপ দিয়ে পাঁপড় বেলে নিন।
- পাঁপড় বেশি পাতলা করবেন না ।
- শুঁকিয়ে গেলে পাঁপড় আরও পাতলা হবে ।
- পরোটার মতো মোটা করে বেলতে হবে ।
- বেলা হয়ে গেলে কাপড়ের উপরে বিছিয়ে অথবা বড় প্লেটে শুঁকাতে দিন।
- সকালে দিলে সন্ধার মধ্যে শুঁকিয়ে যাবে ।
- শুঁকিয়ে গেলে ডুবো তেলে মাঝারি আচে ভেজে নিতে হবে ।
সামান্য বিট লবণ উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00