মসলা যখন ঔষধের কাজ করে!
মসলার উপকারিতা, স্বাস্থ্যবিধি / January 21, 2019 / zahidulislamjunnunলবঙ্গ
লবঙ্গ একটি অতি পরিচিত একটি মসলার নাম।
রান্নার সময় অনেকে ফোঁড়নে ব্যবহার করেন।
গরম মশলার সাথেও লবঙ্গ থাকে।
তা রান্নার স্বাদ বাড়ায়।
লবঙ্গতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল এবং ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে।
যার ফলে এটা খেতে ঝাঁজালো।
এর আরেক নাম “লং”।
আসুন জেনে নেই লবঙ্গের বিশেষ কিছু গুণ সম্পর্কে
ব্যাথা নাশক
দাঁত ব্যথা করছে? কয়েকটি লবঙ্গ থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন, দাঁত ব্যথার নিশ্চিত উপশম হবে।
লক্ষ্য করলেই দেখবেন, বেশিরভাগ টুথপেস্টই লবঙ্গ থাকার দাবী করে। ঠিক এই কারণেই!
হাঁটুতে, পিঠে বা হাড়ের কোন জয়েন্টে ব্যথা? বেশ কিছু লবঙ্গ নিন।
সেগুলোকে হালকা আঁচে তাওয়ায় টেলে নিন।
এই টেলে নেয়া লবঙ্গকে কাপুরে বেঁধে একটি পুঁটুলি তৈরি করুন।
গরম থাকতেই এই পুঁটুলি দিয়ে আক্রান্ত স্থানে সেঁক দিন। ব্যথা কমে যাবে।
প্রচণ্ড মাথা ব্যথা করছে? কয়েক ফোঁটা লবঙ্গ তেল একটি কাপড়ে বা টিস্যুতে দিয়ে কপালের ওপরে দিয়ে রাখুন।
১৫ মিনিট রেখে সরিয়ে ফেলুন। মাথা ব্যথা কমবে।
বমি ভাব দূর করতে
বমি বমি ভাব দূর করতে গুঁড়ো লবঙ্গের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন। আরাম পাবেন।
গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন।
শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন।
সকাল বেলাটায় অনেক স্বস্তি বোধ করবেন।
ঠান্ডা সারাতে
সাধারণ ঠাণ্ডা লাগা হোক কিংবা অ্যাজমা, সাইনাস ইত্যাদির সমস্যা; দিনে কয়েক কাপ লবঙ্গ চা খেলে রোগের উপশম হবে।
লবঙ্গ পানিতে ফুটিয়ে চা তৈরি করে নেবেন, ঠিক যেভাবে আদা চা তৈরি করেন।
মুখের দুর্গন্ধ দূর করতে
মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন।
কয়েকটি মুখে ফেলে চিবালেই আপনার নিঃশ্বাস হয়ে উঠবে তরতাজা।
স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে
প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা অনুভব করছেন? এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে চুষে খেয়ে ফেলুন।
পান করতে পারেন লবঙ্গের চাও। মেজাজ ফুরফুরে হয়ে উঠবে।
ব্রণ দূর করতে
ব্রণ দূর করতে লবঙ্গ তুলনা হীন। তাজা লবঙ্গের গুঁড়ো সামান্য মধুর সাথে মিশিয়ে ব্রণের ওপরে দিয়ে রাখুন। ব্রণ দূর হবে।
লবঙ্গের তেল
লবঙ্গের তেল আপনার নিয়মিত ব্যবহারের তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে।
লবঙ্গ টি
গ্রিন টি, লিকার টি, মিল্ক টি, এমনকি লেমন টি-এর কথাও শুনেছি। কিন্তু লবঙ্গ টি এটা হয়ত অনেকের কাছেই অজানা।
গরম জলের মধ্যে ২ চামচ চা পাতা ফেলে ফুটিয়ে নিলেই খেল খতম। কি তাই তো? এক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে পরিমাণ মতো লবঙ্গ নিয়ে বেটে নিতে হবে। তারপর সেই লবঙ্গের গুঁড়ো ১ কাপ জলে মিশিয়ে কম করে ৫-১০ মিনিট ফোটাতে হবে। যখন দেখবেন জলটা ফুটতে শুরু করেছে, তখন তাতে হাফ চামচ চা পাতা ফেলে দেবেন। আর কিছু সময় অপেক্ষা করে জলটা ছেঁকে নিলেই ব্যাস লবঙ্গ টি রেডি।
কিন্তু গ্রিন টি, লিকার টি, মিল্ক টি থাকতে হঠাৎ করে লবঙ্গ টি কেন খেতে যাবেন। এই প্রশ্ন নিশ্চই মাথায় ঘুরছে। তা হলে শুনুন লবঙ্গ টি খেলে অনেক রোগের হাত থেকে যেমন মুক্তি পাবেন আবার নিমেষের মধ্যে ওজন কমবে।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00