মাজু ফলের জাদুকারী কাজ
রূপচর্চা / January 20, 2019 / zahidulislamjunnunমাজু ফল
মাজু ফল , এটি মূলত একটি চাইনিজ ফল । গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না । এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে । গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি । এটি ওক গাছে হয়ে থাকে । বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে । তাই চাইনিজ মার্কেটে এটি বেশি পাওয়া যায় । মাজুফল বা গাল নাট এর নানা রকম ব্যবহার রয়েছে । ভ্যাজিনা টাইটেনিং , ব্রেস্ট টাইটেনিং আর ব্রন দূর করতে মাজুফলের চেয়ে ভালো কিছু আর হতে পারে না । মাত্র কয়েক টা তেই কাজ হয় । আর ব্রন, ব্রনের গর্ত সহ চলে যায় । মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল যা স্কিন , ভ্যাজিনা ও ব্রেস্ট টাইটেনিং এর জন্য অনেক আগে থেকে কোরিয়া ও চায়নার মহিলারা ব্যবহার করে আসছে । এন্টি এজিং থেকে শুরু করে ব্রেস্ট ক্যন্সার প্রতিরোধ ক্ষমতা আছে এই ফলের । আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন বিশ্বের নামীদামী টাইটেনিং ক্রিমগুলো তৈরির মূল উপাদান হিসেবে এই মাজু ফল ব্যবহার করাহয় । বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক ভাবে মাজু ফলের এর ব্যবহার রয়েছে । যদিও এটা বেশ দূর্লভ ও সব জায়গায় পাওয়া যায় না কিন্ত এটি এমন এক যাদুকরী ফল যা ব্যবহারে আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে অবাক করার মত।
ছবিঃ সংগৃহীত
প্রস্তুত করণ পদ্ধতিঃ
৭-৮ টা মাজু ফল পরিমাণ মত পানিতে অল্প আচে ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে । এই পরিমান পানিতে সিদ্ধ করতে হবে যেন কিছু পরিমাণ পানি অবশিষ্ট থাকে । সিদ্ধ হয়ে গেলে পান ই সহ নামিয়ে নিতে হবে । পানি ছেকে ফেলে দেয়া যাবে না । পানি সহ ব্লেন্ড করে নিতে হবে । পেস্ট টি ঠাণ্ডা করে ব্যাবহার করতে হবে । ফ্রিজে রেখে ব্যবহার করা যায় । সপ্তাহে ৩দিন এই পেস্ট ব্যবহার করতে হবে ।
ব্যবহার বিধিঃ
প্রস্তুত করা পেস্ট মুখে লাগান ।
সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে ।
এভাবে অল্প কিছু দিন ব্যবহারেরই ফলাফল পাবেন ।
গুনাগুণঃ
এটি ব্যবহারে আপনি অনেকগুলো সমস্যার সমাধান পাবেন । ব্রন দূর হবে ভেতর থেকে , স্কিন টান টান হবে , স্কিন এর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে , গোপন অঙ্গ টাইটেনিং এর কাজ করবে । বয়সের ছাপ দূর করে , মুখের ছোট ছোত গর্ত দূর করে , স্কিন সফট করে , নিয়মিত ব্যবহারে ব্রনের সমস্যা দূর হয় ।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
গর্ভাবস্থায় ও মাসিক চলাকালীন সময়ে এটি ব্যবহার করা যাবে না।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00