আমাদের বাহ্যিক সৌন্দর্যের সম্পূর্ণ টাই  নির্ভর করে সুন্দর ত্বকের ওপর। তাই প্রথমেই সকলের উচিৎ ত্বকের যত্ন নেওয়া । ঘরোয়া উপায় বললেই প্রথমে যে উপকরণ আমাদের সকলের মাথায় আসে তা হোল  লেবু।যেমন  উপটান থেকে শুরু করে ফেসপ্যাক, স্ক্রাব এমনকি লিপ স্ক্রাবার বানাতেও লেবুর প্রয়োজন অপরিসীম তা আমাদের কম বেশি সকলের জানা ।আমাদের শরীরের  রোগ প্রতিরোধে যেমন ভিটামিন-সি যুক্ত এই ফলের জুড়ি নেই, ঠিক তেমনটিই রূপচর্চার ক্ষেত্রেও জুড়ি মেলা ভার । আজ আমরা জানবো লেবু দিয়ে রূপচর্চার কিছু টিপস-

ফেস স্ক্রাব
একটি লেবু প্রথমে  টুকরা করে নিয়ে  রসটুকু বের করে নিন। এরপর এর সাথে  ৯-১০ চামচ দুধ মেশান।যদি কৌটার দুধ হয় তা হলে বেশি ভালো।এবার  যে প্যাক টি  তৈরি হবে তা মুখে মাখুন। হাতের আঙুলের সাহায্যে ধীরে ধীরে ম্যাসাজ করুন প্রথমে  এবার ১০- ১৫ মিনিটের মতো রেখে দেবেন। শুকিয়ে এলে  পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক উজ্জ্বল হবে এবং মরা কোষগুলোও থাকবে না ত্বকে ।

লিপ স্ক্রাবার
আমাদের সকলের ঠোঁট ফেটে যাওয়া কিংবা শুস্ক হয়ে যাওয়ার বিপত্তিটা যদিও শীতকালে বেশি হয়।আবার অনেকের শীতকাল পেরিয়ে যাওয়ায় পর ও এই সমস্যা থেকে যায় । ঠোঁট মসৃণ এবং কোমল করতে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে চিনি মিশিয়ে খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন একটি লিপ স্ক্রাবার।এবার এটি  ঠোঁটে লাগিয়ে ১০-১২  মিনিটের মতো আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। আপনি যদি এটি প্রতিদিন ব্যবহার করেন এতে করে ঠোঁট হবে মসৃণ ও ঠোঁটের  কালো দাগও চলে যাবে ।

তৈলাক্ত ত্বকের যত্নে
আসছে গরমকাল তখন  তৈলাক্ত ত্বকের মানুষদেরই ভুগতে হয় সবচেয়ে বেশি। অতিরিক্ত ঘামের কারণে ত্বক হয়ে যায় চিটচিটে ও বিরক্তিকর ত্বক দেখলেই রাগ চলে আসে । কিন্তু আপনি চাইলেই এরও সমাধান করতে পারেন । প্রথমে একটি লেবু নিন এবার  অর্ধেক অংশ থেকে রস বের করে নিয়ে তার  সাথে  মিশিয়ে নিন সমপরিমাণের শসার রস। এবার  ১০-১৫ মুখে মেখে রাখুন। যখন  টান টান অনুভূত হবে তখন পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এই প্যাক টি ব্যবহারে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে। এমনকি লোমকূপে ময়লাও জমে থাকতে পারবে না।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে
যারা উজ্জ্বল ও জেল্লাদার ত্বক পেতে চান তারা যা করবেন । প্রথমে একটি লেবু নিয়ে অর্ধেকটা লেবুর রস নিবেন এবং  এতে কিছুটা মধু মিশিয়ে মুখে মাখুন এবং শুকানোর পর ধুয়ে ফেলুন। আমরা সবাই জানি লেবুতে আছে  ভিটামিন-সি’র । আর মধুও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।এই প্যাকটি যদি আপনি  সপ্তাহে ২-৩  দিন ব্যবহারে পেতে পারেন ভালো ফল।

নখের যত্ন
লেবু নখের যত্নেও জুড়ি মেলা ভার। এমনও  অনেক সময় দেখা যায় রান্নাঘরের কাজ করতে গিয়ে হাতে কালো দাগ পড়ে যায়; তখন এক টুকরা লেবু হাতে ঘষে নিলেই দাগ সাথে সাথে চলে যায়। নখ অপরিষ্কার হয়ে গেলেও এই কাজ টি করলেই  সাথে সাথে পাবেন সমাধান।

 


No comments so far.

Leave a Reply