0

শক্ত মজবুত চুল পেতে চান ?
চুলের যত্ন, রূপচর্চা / January 20, 2019 / zahidulislamjunnun
এই তেল ব্যবহারের উপকারিতা১. চুলের গোড়া মজবুত করে।২. মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে।৩. নতুন চুল গজাতে সাহায্য করে।৪. চুল পড়া রোধ করে।৫. চুলের আগা ফাটা দূর করে।৬. খুশকি দূর করে।৭. অকালে চুল সাদা হওয়া থেকে রক্ষা করে।৮. মাথার ত্বকের সংক্রমণ দূর করে।কিভাবে ব্যবহার করবেন ভাবচেছন আসুন জেনে নেই।মেথির তেল ও ডিম
মেথি ও ডিম দুটোই চুলের জন্য দারুণ উপকারী।এটি চুলকে চকচকে,সিল্কি করতে দারুণ কাজ দেয়।উপকরণ
মেথির তেল ১চামচ ও একটি ডিমের কুসুম।পদ্ধতি
মেথির তেল ও কুসুম ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশান যাতে কুসুম দলা পাকিয়ে না থেকে ভালো করে মিশে যায়।এবার মিশ্রণটা স্ক্যাল্প সহ পুরো চুলে ভালো করে লাগান। আধঘণ্টা রাখুন।তারপর শ্যাম্পু করে ফেলুন। এটা শুধু চুল চকচকে করবে না,চুল পড়াও কমাবে ও ড্রাই স্ক্যাল্পের সমস্যার সমাধান করবে। সপ্তাহে একবার করলেই কাজ হবে।মেথির তেল ও লেবুর রস
অনেক কিছু ট্রাই করেও খুশকি থেকে রেহাই মেলেনি? তাহলে ব্যবহার করুন মেথির তেল ও লেবুর রস। পাতিলেবু খুশকির জন্য উপকারী এটা সবাই জানি।তার সঙ্গে মেথিও কিন্তু সমান উপকারী খুশকির সমস্যায়।বুঝতে পারছেন দুটো একসাথে লাগালে,কত ভালোই না ফল পাওয়া যাবে।উপকরণ
২চামচ মেথির তেল ও ১চামচ লেবুর রস।পদ্ধতি
২চামচ মেথির তেলের সঙ্গে ১চামচ লেবুর রস মেশান। মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন এমনি।প্রয়োগ পদ্ধতি
এই মিশ্রণটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। আধঘণ্টা রাখুন।তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।তবে পর পর দুদিন না।মাঝে ফাঁক দেবেন।মেথির তেল ও দই
চুলের একটা সাধারণ সমস্যা হচ্ছে চুল ফেটে যাওয়া। আর চুল ফেটে গেলেই ব্যাস ভীষণ চুল পড়তে থাকে।এক্ষেত্রে ব্যবহার করুন মেথির তেল ও দই।
উপকরণ
১চামচ মেথির তেল ও হাফ কাপ টক দই।পদ্ধতি
প্রথমে এক চামচ মেথির তেল স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন।এবার একটা জায়গায় মেথির পেস্ট বানান। এবার এই পেস্টে টক দই মেশান।চাইলে এই পেস্টে একটু মেথির তেলও দিতে পারেন। ভালো করে দুটো উপকরণ মেশান।প্রয়োগ পদ্ধতি
এবার এই মিশ্রণটা স্ক্যাল্প সহ পুরো চুলে লাগান। আধঘণ্টার একটু বেশি রাখুন।তারপর শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে ছুটির দিনটি এটা করে ফেলুন। এটা চুল ফাটা তো কমাবেই,তার সাথে চুল হয়ে উঠবে ঘন ও ঝলমলে। TAGS: #মেথির তেল
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
1,170.00৳Original price was: 1,170.00৳ .999.00৳ Current price is: 999.00৳ . -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
1,470.00৳Original price was: 1,470.00৳ .1,250.00৳ Current price is: 1,250.00৳ . -
কালোজিরার আচার ১কেজি
950.00৳ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
590.00৳ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
150.00৳
Facebook Comments