আজকাল আমাদের সমাজে বেশিরভাগ শিশুই মোবাইল ফোনে আসক্ত।প্রত্যেক পরিবারে প্রতিটি শিশু ট্যাব বা স্মার্টফোনের এ আসক্তি শিশুর মানসিক বিকাশে বাধা দেয়। শুধু তাই নয়, মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন শিশুর মস্তিষ্ক ও চোখেরও ক্ষতি করে। আমাদের সকলের উচিৎ শিশুর হাতে মোবাইল ফোন  না দিয়ে  বই তুলে দেওয়া । এতে  করে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার শিশু। আর শিশুকে বইয়ে আগ্রহী করে তুলতে প্রথমে বাবা-মাকেই পালন করতে হবে মুখ্য ভূমিকা।আসুন  জেনে নেই কীভাবে শিশুকে বই পড়ার অভ্যাস করে  তুলবেন  ।
১) প্রতিটি বাবা মার উচিৎ প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শিশুকে নিয়ে বই পড়ার অভ্যাস করা। শিশু যে বইটি পড়তে পছন্দ করবে তেমন একটি বই বেছে নিন ।

 

২) প্রথমে শিশুদের বই পড়ে শোনান। রাতে ঘুমের আগে এই কাজ টি করতে পারেন গল্পের বই পড়ে ঘুম পাড়াতে  ।

 

৩) অনেক শিশুরাই আছে যে একই গল্প বারবার শুনতে চায়। কোন ভাবে বিরক্ত না হয়ে তাকে বারবার একই গল্প পড়ে শোনান। এতে করে শিশু ভালো লাগবে বই এর প্রতি আগ্রহ বাড়বে ।

 

৪) যে বই গুলতে বড় ও রঙিন ছবি দেওয়া আছে সেই  বই তুলে দিতে পারেন শিশুর হাতে। এতে করে সে আগ্রহী হবে।

 

৫) বিভিন্ন লাইব্রেরি বা বুক শপে নিয়ে যান সন্তানকে। সেখানে কিছুক্ষণ সন্তানকে নিয়ে সময় কাটান।এমন কি বই মেলার সময় বই মেলায় নিয়ে যান সন্তানকে এতে করে কি হবে আপনার সন্তানের বই এর প্রতি আগ্রহ বাড়বে ।

 

৬) আপনার সন্তান কে বন্ধুদের সাথে  বই পড়া বিষয়ক গ্রুপ তৈরি করতে বলুন। সবার পড়া বই নিয়ে আলোচনা করতে উৎসাহ দিন।

 

৭) এতে আপনার সন্তানের  বই পড়ার আগ্রহ বাড়বে পাশা পাশি মোবাইল ফোন বা ট্যাব এর আসক্ত দিন দিন কমে যাবে ।

 


No comments so far.

Leave a Reply