শীতের  সময়ে মেয়েদের পাশাপাশি ছেলেদের ত্বকও অনেকটা রুক্ষ হয়ে যায় । বিশেষ করে গোসলের পর মেয়েদের মতোই ছেলেদের ত্বকও হয় খসখসে। ফলে অনেকের  ত্বকে অস্বাভাবিকতা দেখা দেয়। এমনকি এই সময়ে নিয়মিত ত্বকের যত্ন না নিলে চোখের নিচে কালো ডার্ক সার্কেল দেখা দেয় , চামড়ায় ফাটলসহ নান চর্মরোগের সৃষ্টি হয় অনেকের । আর এসব সমস্যা থেকে থেকে রক্ষা পেতে  হলে সঠিকভাবে ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়।

বিশেষ করে শেভ করার পর ত্বকে ক্রিম লাগানো উচিৎ । এতে করে ত্বকে ফাটল ধরবে না। বর্তমান মেয়েদের পাশা পাশি ছেলেরাও ত্বক নিয়ে অনেক সচেতন বাজারে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের ক্রিম ও লোশন রয়েছে। তবে ক্রিম ও লোশন যাচাই-বাছাই করে ত্বকের জন্য সঠিক ক্রিম ব্যবহার করা উচিত। কারণ, প্রসাধনীর মান ভালো না হলে ত্বকে বিভিন্ন  ক্ষতি হতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ।

ছেলেদের ত্বকের যত্নে তাদের পরামর্শ হল

গোসলের পানি: এই শীতে যারা সকালে বা রাতে গোসল করেন তারা খুব বেশি গরম পানি  ব্যবহার করা যাবে না। অল্প সময় নিয়ে কুসুম গরম পানি দিয়ে  গোসল করতে হবে।

ক্রিম, লোশন, সাবান: যে ক্রিম বা লোশন  ব্যবহার করছেন সেই প্রসাধনীতে বাড়তি ময়েশ্চারাইজারযুক্ত হতে হবে। শেভ করার পর ত্বকে ক্রিম লাগানো যেতে পারে। এতে করে ত্বকে ফাটল ধরবে না। ত্বক ভালো থাকবে ।

রোদ:  ছেলেদের ও রোদ এ থাকলে সানস্ক্রিন ব্যবহার করতে হয়।

গোসলের পর করণীয়: সকলেরেই গোসলের পর লোশন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেটি যেন ত্বকে ভালোভাবে মিশে যায়। তারপর বাইরে বেরোতে পারবেন ।

ব্রণ এড়াতে: যাদের ত্বক তৈলাক্ত তাদের  ব্রণ বেশি ওঠে। এছাড়া ধূলাবালির কারণে ছেলেদের ত্বক বারবার পরিষ্কার করতে হয়। ছেলেদের অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহার করা উচিত। এতে ত্বক ভালো থাকবে।

ক্রিম ব্যবহারে করণীয়: বাজারে ছেলেদের জন্য বিভিন্ন  ব্র্যান্ডের ক্রিম পাওয়া যায়। সেগুলো ব্যবহার করার আগে ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিতে হবে। তা নাহলে ক্রিম কাজ করবে না।
পানি: ছেলে হোক বা মেয়ে  ত্বকের যত্নের জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

তাড়াতাড়ি ঘুমাতে হবে: যতটা সম্ভব কম রাত জাগা উচিত আমাদের সকলের । এতে করে শরীর ও ত্বক দুটাই ভালো থাকে।

শাকসবজি: আমরা অনেকেই আছি যে শাকসবজি খেতে পছন্দ করি না কিন্তু আমাদের সকলের উচিৎ খাদ্যাভ্যাসের মধ্যে প্রতি বেলাতেই শাকসবজি রাখা। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে

ফল : প্রতিটি মানুষের উচিৎ দিনে একটি হলেও ফল খাওয়া  এবং শুকনো খাবার যতটা সম্ভব না খাওয়া।

ফেসিয়াল: ত্বকের যত্নের জন্য মাসে অন্তত দু’বার কি একবার ফেসিয়াল করা উচিৎ এতে ত্বক ভালো থাকবে ।

 


No comments so far.

Leave a Reply