oven-baked-pasta-withchicken

ওভেন বেকড পাস্তা উইথ চিকেন

পাস্তা মূলত ইটালিয়ান খাবার যা খেতে  অনেক সুস্বাদু ও জনপ্রিয় ।  বর্তমানে বাংলাদেশে এর জনপ্রিয়তা অনেক , ছোট বড় সবার খুব পছন্দের খাবার পাস্তা।  অনেক রকমের ও ভিন্ন স্বাদের পাস্তা রয়েছে তার মধ্যে বেকড পাস্তা খুব জনপ্রিয় তাই এমন একটি পাস্তার রেসিপি দিচ্ছি।

উপকরণঃ

পাস্তা সিদ্ধ-২ কাপ,  চিকেন কিমা-১/২ কাপ,  চিলিসস-২ টেবিল চামচ,  টমেটো পিউরী-৩ টেবিল চামচ,  সাদা গোলমরিচ-১/২ চা চামচ, মজেরেলা- ১/২ কাপ,  চিনি- ১/২ চা চামচ, রসুন কুচি-১ চা চামচ, লবণ পরিমান মতো, হার্বস্-সামান্য পরিমাণ,  বাটার-২ টেবিল চামচ, পরিবেশনের জন্য কালার ক্যাপসিকাম / ব্লাক অলিভ।

প্রস্তুতপ্রণালীঃ

ধাপ-১

প্রথমত পাস্তা পানিতে লবণ ও সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।  এবার একটি প্যানে অল্প বাটার ও রসুন কুচি দিয়ে পাস্তা টস করে নিতে হবে।

ধাপ-২

অন্য একটি প্যানে বাটার ও রসুন কুচি দিয়ে চিকেন কিমা কসিয়ে নিতে হবে। মজেরেলা চীজ ছাড়া একে একে সব উপকরণ দিয়ে চিকেন কিমা রান্না করে নিতে হবে।  আঠালো / ঘন না হওয়া পর্যন্ত।

ধাপ-৩

একটি বেকড ডিসে ধাপ-১ ও ধাপ-২ একসাথে মিশিয়ে উপরে মজেরেলা চীজ দিয়ে ১৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৩ মিনিট ওভেনে রান্না করুন। তৈরি হয়ে গেলো ওভেন বেকড পাস্তা উইথ চিকেন।

oven-baked-pasta-with-chicken ওভেন-বেকড-পাস্তা-উইথ-চিকেন@chuijhal.com

পরিবেশনঃ

এই ওভেন বেকড পাস্তা বিকাল বেলা নাস্তা হিসেবে মেহমানদের জন্য অতি প্রিয়।

রেসিপিদাতাঃ

নামঃ  শামীম বখতিয়ার

shamim-baktiar শামিম-বখতিয়ার@chuijhal.com

পেশাঃ  চাকুরীজীবী

শখঃ  ভ্রমন করা এবং রান্না করা

শামিম বখতিয়ার একজন চাকুরীজীবী কাজের ফাকে ঘুরে বেড়াতে ও রান্না করতে খুব ভালোবাসেন। তার অনেক রান্নার মধ্যে পাস্তার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করেছেন।


Comments are closed.