কালাকান্দ
মিষ্টি ও মিষ্টিজাত, রেসিপি কন্টেস্ট / January 21, 2019 / zahidulislamjunnunকালাকান্দ
মিষ্টি খাওয়ার জন্য কোন বিশেষ সময় মানে না । যদিও উৎসবেই মিষ্টি খাওয়াটা বেশি হয়ে থাকে । মিষ্টি যেহেতু সবাই পছন্দ করে খেতে চায় তাই একটি অন্য রকম মিষ্টির কথা নিয়ে হাজির হয়েছি । মিষ্টি টির নাম কালাকান্দ নাম একটু কেমন কেমন মনে হচ্ছে কিন্তু এটি খেতে দারুন মজা । কালাকান্দ তৈরি করা হয় ছানা দিয়ে । মিষ্টির মধ্যে ছানা যে কোন কিছুই খুব সবার প্রিয় হয়ে থাকে , তাই আজ আমি আপনাদের জন্য কালাকান্দ তৈরির রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে জেনে নেই কালাকান্দ তৈরির রেসিপিটি।
রেসিপিঃ
উপকরণঃ
- দুধ ছানার জন্য – ৪ কাপ
- লেবুর রস – ২ টেবিল চামচ
- চিনি -১/২ কাপ
- দুধ – ৪ কাপ
- কুচানো পেস্তা ও কাঠ বানাম গার্নিশ এর জন্য
প্রণালিঃ
- ৪ কাপ দুধ ফুটিয়ে তাতে লেবুর রস দিতে হবে।
- যখন দুধ থেকে ছানা আলাদা হয়ে যাবে তখন একটি পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে এবং তারপর ছানা ভালভাবে ধুয়ে নিতে হবে যাতে লেবুর টক ভাব চলে যায়।
- যখন আলাদা করে ৪ কাপ দুধ ফুটিয়ে তা জ্বাল দিয়ে অধেক কমিয়ে নিতে হবে এবং ছানা দিয়ে অনবরত নাড়তে হবে । ছানার সমস্ত পানি শুকিয়ে যায় ও মিশ্রণটি গাড় হয়ে যায়।
- এবার চিনি ও এলাচ গুঁড়া দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- তারপর এই দুধ ও ছানার মিশ্রণটি সামান্য ঘন অবস্থায় এনে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।
- এখন একটি ট্রে তে ঘি দিয়ে grease করে তাতে মিশ্রণটি ছরিয়ে দিতে হবে এবং তার উপর ছরিয়ে দিতে হবে কুচানো বাদাম।
- এই মিশ্রণটি refrigerator এ ঠাণ্ডা করে ধারালো ছুরি দিয়ে চার কোনা কেটে নিতে হবে।
পরিবেশনঃ
এই মিষ্টি আপনারা অতিথিকে dessert platter এ serve করতে পারেন।
রেসিপিদাতাঃ
নামঃ ফারজানা নাসরিন তানিয়া
পেশাঃ গৃহিণী
শখঃ রান্না করা , ঘুরে বেড়ানো
ফারজানা নাসরিন তানিয়া পেশায় একজন গৃহিণী দুই মেয়ে নিয়ে সারাদিন খুব ব্যস্ত সময় পার করেন । বিভিন্ন রকমের খাবার রান্না করেন ও পরিবারের সবাই কে খাওয়ান । বাগান করার খুব শখ নিজের বারান্দায় খুব সুন্দর একটি বাগান করেছেন যেখানে ফল ফুলের গাছ সবই আছে । সৌখিন মানুষ হিসেবে বন্ধু মহলে খুব পরিচিত ।
Categories
Products
- টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00Original price was: ৳ 600.00.৳ 500.00Current price is: ৳ 500.00.