
ক্রিম স্যুপ
স্যুপ / August 10, 2015 / zahidulislamjunnunউপকরণঃ
১. মুরগির স্টক ৫ কাপ
২. টক ক্রিম ১ কাপ
৩. মাঝারি সাইজের পেঁয়াজ ২টা
৪. মাঝারি সাইজের আলু ২ টা
৫. মাখন ৫০ গ্রাম
৬. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৭. কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ
৮. দুধ দেড় কাপ
৯. চিনি ১ চা চামচ
১০. লবণ পরিমাণমতো
১১. গাজর ১ টা
১২. পুদিনা পাতা বা ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
স্টক তৈরিঃ
১৪ ছটাকের মুরগি, পানি ৪ লিটার, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, পেঁয়াজ বাটা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেজপাতা ১টা। সব উপকরণ ৪ লিটার পানিতে দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে প্রায় অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে।
প্রণালীঃ
গাজর মিহি করে কুরিয়ে রাখতে হবে। আলু ও পেঁয়াজ কুচি করে মাখন গরম করে আলু, পেঁয়াজ কুচি হালকা ভেজে গরম স্টকের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে আবার প্যানে ঢালতে হবে। দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলিয়ে স্যুপে ঢেলে দিতে হবে। কুরানো গাজর, পুদিনা পাতা ও আধা কাপ টক ক্রিম দিয়ে ৫-৭ মিনিট চুলায় রাখতে হবে (যেন সেদ্ধ না হয়) এবং লবণ ও চিনি দিতে হবে। চুলা থেকে নামিয়ে স্যুপবোলে ঢেলে বাকি টক ক্রিম ও পুদিনা/ ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।
Comments are closed.
Categories
Products
-
অরবরই বা নুয়ালের আচার ৳ 410.00
-
চুইঝাল দিয়ে হাঁস ভুনা - ১ কেজি ৳ 1,490.00
-
খেজুর তেঁতুল মিক্স আচার ৪৬০ গ্রাম ৳ 410.00
-
দেশি রসুন এর আচার ৪২০ গ্রাম ৳ 410.00
-
এক্সট্রা হট নাগা মরিচের আচার- ৪৪০ গ্রাম
Rated 5.00 out of 5৳ 410.00
Facebook Comments