
গরমের দিনে বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের খাবার আইসক্রিম। গরমে তৃষ্ণা মেটাতে এবং মুখে রুচি আনতে আইসক্রিম এর জুড়ি মেলা ভার। বন্ধুরা দোকানের নামি দামী কোম্পানির মত আইসক্রিম যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো সোনায় সোহাগা। আজ আপনাদের কলা দিয়ে খুব সহজেই কিভাবে বানাবেন কলার আইসক্রিম তা দেখে নিন । রেসিপি চলুন দেখে নেওয়া যাক।
উপকরণ:
- ৫টি বড় সাইজের কলা (অবশ্যই ভালো পাকা হতে হবে ).
- ১/২কাপ মিল্ক পাউডার বা 1 কাপ গরুর দুধ
- ২চামচ চিনি
ধাপ:
১) প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো বা গোল গোল করে কাটুন। এবার কলার টুকরো গুলিকে একটি পাত্রে নিয়ে ১ থেকে দুই ঘন্টা ডিপ ফ্রিজারে রেখে ভালো ভাবে ঠান্ডা করুন।
২) যদি গরুর দুধ ব্যবহার করতে চান তাহলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন I গুঁড়ো দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই
৩) এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন ওর সঙ্গে গুঁড়ো দুধ বা গরুর দুধ মিশিয়ে ভালোভাবে মিক্সার করে নিন I
৪) গুঁড়ো দুধ ব্যবহার করলে সামান্য পানি ব্যবহার করুন I
৫) খুব ভালো ভাবে মিক্সার করবেন যেন ওর মধ্যে দানা দানা ভাব না থাকে I
৬) এবার কলা আর দুধের মিক্সার একটি কভার যুক্ত পাত্রে নিয়ে ভালোভাবে সিল করে চার পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিন I
৭) ৪-৫ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনার প্রিয় ব্যানানা আইসক্রিম পরিবেশন করুন।
Categories
Products
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00৳ 500.00 -
আচার লাভার কম্বো প্যাক ১৪ টা
৳ 5,740.00৳ 4,500.00 -
কদবেলের আচার ১ কেজি
৳ 1,050.00৳ 950.00 -
টেস্টার প্যাক কম্বো ১৪ টা
৳ 1,680.00৳ 1,400.00 -
চুইঝাল রসুনের আচার ৳ 410.00