ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন
চুলের যত্ন / February 16, 2023 / Shafaly Akterআপনার চুল কি খুব রুক্ষ হয়ে গেছে? নাকি হেয়ার ফলের জ্বালায় আপনার চুলের খুব খারাপ অবস্থা?
চিন্তা নেই, খুশকি-হেয়ার ফল, রাফনেস-চুলের আগা ফেটে পাওয়া—আপনার চুলের সব রকম সমস্যায় কিন্তু মধু, টক দই, নারকেল তেল এই সব উপাদান দারুণ কাজে দিতে পারে!
চুলে মধু কেন লাগাবেন?
মধু কিন্তু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে চুলের জন্য । তাই আপনার চুলের রুক্ষ হয়ে যাওয়া বা অন্যান্য সমস্যায় মধু আপনি অনায়াসে ব্যবহার করতেই পারেন।
আজ আমরা জানবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিতে হবে –
#১. গরম মধু আর অলিভ অয়েলের ট্রিটমেন্ট:
চুলে যদি মধু এমনি ব্যবহার করেন তাহলে খুব চিটচিটে লাগতে পারে। তাই মধু কে অলিভ অয়েলের সাথে মিশিয়ে লাগান। এতে ,চুল হবে শাইনি হেয়ার পেয়ে এই হেয়ার ট্রিটমেন্ট কিন্তু দারুণ কাজের।
উপকরণ:
মধু হাফ কাপ,
৫-৬ চামচ অলিভ অয়েল
পদ্ধতি:
- প্রথমে মধু আর অলিভ অয়েল হালকা করে গরম করে নিন
- এবার মাথার স্ক্যাল্পে আর চুলে ম্যাসাজ করে লাগান
- ২০-৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে নিন
- এই মিশ্রন টি সপ্তাহে ১দিন করুন। রুক্ষ হেয়ারের সমস্যা হবে সমাধান।
#২. মধু আর দইয়ের হেয়ার মাস্ক:
এই হেয়ার প্যাক টি আপনার চুলকে কন্ডিশনিং করতে দারুণ সাহায্য করবে । কারণ দইতে থাকা ল্যাক্টিক অ্যাসিড আপনার স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সাহায্য করে , আর এতে থাকা প্রোটিন আপনার চুলকে তার স্বাভাবিক পুষ্টির জোগান দিয়ে চুলকে শক্তিশালীও করে তুলবে । তা ছাড়া নারকেল তেলে থাকা একগুচ্ছ নিউট্রিয়েন্টস আপনার চুলকে শাইনি আর কোমল রাখতে সাহায্য করে থাকে।
উপকরণ:
- ২-৩ চামচ টক দই
- ১-২ মধু চামচ
- ১-২ চামচ নারকেল তেল
পদ্ধতি:
- প্রথমে একটি বাটিতে দই,মধু আর নারকেল তেল মিশিয়ে নিন
- তারপর স্ক্যাল্পে আর চুলে ভালো করে ম্যাসাজ করুন
- ১৫-২০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন
- এই প্যাক্টির উপকার পেতে সপ্তাহে ১ দিন করে করে লাগাতে পারে
#৩. কলা আর মধুর হেয়ার প্যাক:
আপনার স্ক্যাল্প খুব ইচি হলে, মানে চুলকানি ভাব থাকলে আপনি এই হেয়ার প্যাকটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার চুলে ।এটা আপনার চুলকে ময়েশ্চারাইজ করে তুলবে অনেক ।
উপকরণ:
- ৫-৬ চামচ মধু
- ১- ২ টা পাকা কলা
- ৫-৬ চামচ অলিভ অয়েল
পদ্ধতি:
- এবার সব উপকরণ একসাথে মিশিয়ে একটি প্যাক করে নিন
- তারপর ভালো করে মাথায় ম্যাসাজ করুন
- ১৫-২০ মিনিট রেখে ধুয়ে শ্যাম্পু করে নিন
- দুই বার সপ্তাহে বার করুন। ভালো ফল পাবেন।
#৪. মধু আর ডিমের প্রোটিন প্যাক:
আপনার চুল যদি খুব বেশ রুক্ষ থাকে, তা হলে এই হেয়ার প্যাকটি নিশ্চিত আপনার জন্য । আপনার চুলে প্রয়োজনীয় প্রোটিনের পুষ্টির যোগান দিতে সাহায্য করে ডিম আর এতে থাকা বাদাম তেল আর মধু চুলকে কন্ডিশন হিসেবে কাজ করতে সাহায্য করে।
উপকরণ:
- ১ টা ডিমের কুসুম
- ১-২ চামচ মধু
- ২-৩ চামচ বাদাম তেল
পদ্ধতি:
- এবার একটি বাটিতে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন
- চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান।
- ২০-৩০ মিনিট রেখে দিন
- ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
- সপ্তাহে ২ দিন করে নিয়ম করে একমাস ব্যবহার করুন । ভালো ফোন পাবেন ।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00