ঘরোয়া ভাবে ফর্সা হওয়ার উপায়
ত্বকের যত্ন / October 25, 2021 / zahidulislamjunnunখুব কম খরচে ফর্সা হওয়ার উপায় জানতে কে না চায় । সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সবাই হতে চায়। এখন কার সময়ে সকল নারীরা একটু ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে । তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। কেননা বাজারজাত ক্রিমগুলিতে ব্যবহৃত রাসায়নিক দিনের পর দিন ত্বকের ওপর ব্যবহার করার ফলে ত্বক নষ্ট হয়ে যেতে থাকে এবং মুখের চামড়া দিন দিন পাতলা হয়ে যায়। এই কারণে নিজের ত্বককে আরো সুন্দর, উজ্জ্বল করতে চাইলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
১) লেবু দিয়ে সুন্দর ফর্সা ত্বক
উপাদান :
পাতিলেবু ১ টি।
মধু ১-২ চামচ
কিভাবে ব্যবহার করবেন?
- একটি পাতিলেবু নিতে হবে ।
- এবার লেবুটিকে কেটে সম্পুন রস বের করে নিন।
- সেখান থেকে ২ চামচ লেবুর রস ১ চামচ পানি মেশান।
- তারপর এই মিশ্রণটি ত্বকের দাগ ছোপ যুক্ত জায়গায় লাগান।
- লেবুর রস মধুর সাথে সম পরিমাণে মিলিয়েও মুখে লাগাতে পারেন।
- এটি ত্বক থেকে যাবতীয় ময়লা এবং রোদের পোড়া দাগ তুলতে সাহায্য করবে।
- মিশ্রণটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২) ত্বক ফর্সা করে তুলতে টমেটোর ব্যবহার
উপাদান
টমেটো ২ টা
লেবুর রস ১-২ চা চামচ।
কিভাবে ব্যবহার করবেন?
- ২টি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবার মিশ্রন থেকে টমেটোর রস বের করে নিতে হবে ।
- এরপর পরিমাণমতো টমেটোর রস নিয়ে তার মধ্যে১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করবেন।
- এবার মিশ্রণটি সারা মুখে লাগাবেন।
- মিশ্রণটি মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করবেন।
- তারপর সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন।
- প্রতিদিন যদি গোসলের আগে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।তাহলে ভালো ফলাফল পাবেন।
৩) ত্বক ফর্সা করতে দইয়ের ভূমিকা
উপাদান:
টক দই : ২-৩ টেবিল চামচ
মধু : ১-২ চা চামচ
কিভাবে ব্যবহার করবেন?
- প্রথমে টক দই আর মধু ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে।
- তারপর প্যাকটি ত্বকে লাগানোর আগে ত্বক ভালভাবে পরিষ্কার করে পড়ে ত্বকে লাগাতে হবে ।
- ১৫-২০ মিনিট প্যাকটি লাগিয়ে রাখুন।
- অল্প শুকিয়ে এলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
- আপনি চাইলে প্রতিদিন বা এক দিন পর পর এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
- এটি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে সাহায্য করবে।
৪) গোলাপ জল দিয়ে ত্বককে ফর্সা করুন
উপাদান
গোলাপ জল –৩-৪ চামচ
তুলো – প্রয়োজন মতো
কিভাবে ব্যবহার করবেন?
- প্রতিদিন গোলাপ জল তুলোর মধ্যে নিয়ে মুখটা পরিষ্কার করুন।
- আপনি চাইলে দিনে ২ বার এটি ব্যবহার করতে পারেন।
- গোসলের আগে কিংবা বাইরে থেকে ঘরে ফিরার পর গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিন।
- এটি ত্বকের উপরিভাগে থাকা ময়লা গুলিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলে ত্বককে সতেজ কোমল অনুভূতি এনে দেই।
এই উপাদান গুলো ব্যবহারের ফলে আপনি ফর্সা হতে পারবেন কিন্তু একটু সময় লাগবে কারন এটি বাজারের প্রসাধনীর মত তাড়াতাড়ি ফর্সা করবে না । কিন্তু এটা বলতে পারি যে ত্বকের কোন ক্ষতি হবে না এই উপাদান গুলো ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে উঠবে সতেজ , কোমল ও উজ্জল।
Categories
Products
- টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00Original price was: ৳ 600.00.৳ 500.00Current price is: ৳ 500.00.