ঠোঁটের যত্ন

গোলাপের পাপড়ির মতো ঠোঁট কে না চায়। গোলাপের পাপড়ির মতো ঠোঁট পেতে হলে দেহের শরীর ও  ত্বকের যত্নের সাথে ঠোঁটেরও  বিশেষ ভাবে যত্ন নিতে হবে।

গরমে সূর্যের ক্ষতিকর তাপ আমাদের ত্বকের পাশা পাশি  ঠোঁটের কোমলতা কেড়ে নেয়  আর ঠোঁটের রঙ কালো করে ফেলে। গরমে পানির কম খেলে পানির অভাবে ঠোঁটের আর্দ্রতাও কমে যায়। এ ছাড়া গরমকাল হোক বা শীত কাল আমাদের ত্বকের  যত্ন পাশাপাশি বিশেষ করে ঠোঁটের যত্ন নিতে হবে । কিভাবে ঠোঁটের যত্ন নিবেন জেনে নিন-

ময়েশ্চারাইজ

ঠোঁটের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ময়েশ্চারাইজিং। দূষণ, রোদ, তাপ ইত্যাদির কারণে ঠোঁটের আর্দ্রতা কমে যায়। তাই প্রতিদিন ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে হবে। দিনের বেলায় তো ভালো মানের  এর লিপবাম ব্যবহার করতে হবেই, রাতে ঘুমানোর আগেও অবশ্যই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করে ঘুমাতে যেতে হবে।

 

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা

 

গরমকালে ঠোঁটকে সুন্দর রাখতে হলে অবশ্যই ঠোঁটকে সূর্যের তাপ হতে রক্ষা করতে হবে। এর জন্য আপনাকে সব সময় ভালো মানের লিপ বাম বা জেল  ব্যবহার করতে হবে।

স্ক্রাব

ঠোঁটের মরা  কোষ গুলোকে পরিষ্কার করতে সপ্তাহে অন্তত ১ দিন একটি নরম দাঁত ব্রাশ দিয়ে ঠোঁটটি ঘষে পরিষ্কার করুন বা নারকেলের তেল  অলিভ অয়েলের না হলে সাথে একটু চিনি মিশিয়ে ঘরেই স্ক্রাব তৈরি করে ঠোঁটে ব্যবহার করুন । এতে ঠোঁটের মরা  কোষ গুলো সরে গিয়ে ঠোঁট নরম ও কোমল সুন্দর হয়ে উঠবে।

 

ঠোঁটের জন্য প্যাক

গোলাপের ফুলের পাঁপড়ির সাথে দুধ মিশিয়ে  একটি প্যাক তৈরি করে সপ্তাহে ২-৩ দিন ঠোঁটে ব্যবহার করুন। এতে করে  ঠোঁট নরম হবে সাথে ঠোঁট কোমল  হবে  ঠোঁটের রঙও গোলাপি হতে সাহায্য করবে। ঠোঁটের কালচে বা কালো  ভাব দূর করতে মধুর সাথে লেবুর রস মিশিয়ে ঠোঁটে ম্যাসেজ করুন সপ্তাহে ২-৩ দিন ।

 

খাদ্যাভ্যাস

নিয়মিত  শাক-সবজি ও ফলমূল খান আর প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে ।  যাতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে । ঠোঁট আমাদের মুখের  সৌন্দর্য বাড়িয়ে দেই , তাই কোনমতেই  ঠোঁটের প্রতি অযত্ন করা যাবে না। নিয়মিত ঠোঁটের যত্ন নিন ঠোঁট থাকবে নরম, কোমল, মসৃণ ও আর ঠোঁটর  রঙও থাকবে সুন্দর।

 

 

Facebook Comments


No comments so far.

Leave a Reply