
রাতে একটি কাজ করে সকালে পান উজ্জ্বল ত্বক
ত্বকের যত্ন, রূপচর্চা / September 18, 2017 / zahidulislamjunnunমাত্র একটি কাজ করে পান উজ্জ্বল ত্বক।
সকাল বেলা ঘুম থেকে উঠে মলিন ত্বক নিশ্চয় কেও দেখতে চায় না।বিশেষ করে যদি কোন অনুষ্ঠান থাকে তাহলে তো কোন কথাই নেই।কিন্তু, অযত্ন অবহেলার কারনে ত্বক হয়ে উঠে শুষ্ক ও মলিন। তাই যদি সকালে সুন্দর ত্বক পেতে চান তাহলে রাতে করুন একটি কাজ।
রাতে একটি মাত্র মাস্ক ব্যবহার করলে সকালে পাবেন প্রাণবন্ত উজ্জ্বল ত্বক যা আপনার সৌন্দর্য বারিয়ে তুলবে বহুগুণে।
যা যা লাগবে-
১ চা চামচ টমেটোর রস
১ চা চামচ মধু
– প্রথমে ১টি টমেটো কেটে ব্লেন্ড করে ছেকে রস টা বের করে নিন।
– এরপর এই রসের সাথে ১ টেবিল চামচ মধু ভালো করে মিশান যাতে একটা মসৃণ মিশ্রণ তৈরি হয়।
– মুখ ভালো করে পরিষ্কার করে নিন।
– পরিষ্কার মুখে এই মাস্কটি সমান ভাবে ব্রাশ অথবা হাত দিয়ে লাগান।
– কিছুক্ষণ পড় ভালো ভাবে মুখে ম্যাসাজ করুন।
– তারপর মাস্কটি মুখে নিয়েই ঘুমিয়ে পড়ুন।
_ সকালে উঠে ঠাণ্ডা পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর সময় মাথার নিচে বালিশের উপর একটা তোয়ালে দিয়ে নিবেন । যাতে করে মাস্কটি বালিশে লেগে না যায়।
Categories
Products
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00৳ 500.00 -
আচার লাভার কম্বো প্যাক ১৪ টা
৳ 5,740.00৳ 4,500.00 -
কদবেলের আচার ১ কেজি
৳ 1,050.00৳ 950.00 -
টেস্টার প্যাক কম্বো ১৪ টা
৳ 1,680.00৳ 1,400.00 -
চুইঝাল রসুনের আচার ৳ 410.00