আমরা অনেকে আছি যারা রুপচর্চার জন্য কতোকিছু কিনে থাকি।কতো টাকার অপচয় করি আর নতুন কিছু খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের হাতে কাছে আছে রুপচর্চার একটা দারুন পণ্য। যেটা সব সময় আমাদের বাড়িতে থাকে। ভাবছেন কি? সেটা হলো আলু। আবাক হচ্ছেন? আবাক হওয়ার কিছু নেই। সত্যি আলু দিয়ে হয় দারুন রুপচর্চা। তবে দেখে নিন পদ্ধতি।

১।মুখ পরিষ্কার করার জন্য: মুখ পরিষ্কার করতে আলু অনেক ভাল কাজ করে।প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কাটুন।আলুর টুকরোগুলো ভাল করে ধুয়ে নিন।আলুকে থেঁতো করে নিন, তারপর ভালো করে ডলে ডলে মুখে মাখুন। ৪/৫ মিনিট ম্যাসাজ করবেন।এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।ব্যাস, তারপর দেখুন কি পরিষ্কার একটা ঝকঝকে চেহারা।

২।কাল দাগ দূর করার জন্য:মুখের দাগ দূর করতে আলুর জুড়ি নেই।বিশেষ করে ব্রণের দাগ দূর করতে আলু অনেক উপকারি।আলু বাটুন এবং আলু চিপে রস বের করে নিন।আলুুর রসের সাথে কাঁচা দুধ দিন।ভাল করে মিশিয়ে এই মিশ্রণ ঘাড়, গলা, কনুই ইত্যাদি স্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারেই দাগ-ছোপ কমবে।

৩।রোদে পোড়া দাগ দূর করতে:আলু বা গোল আলু অন্যান্য উপকরণের মত ত্বক ফর্সা বা সুন্দর করার জন্য যতটা না ব্যবহার হয় তার চেয়ে বেশি ব্যবহৃত হয় মুখের ত্বকের কালো দাগ দূর করার ক্ষেত্রে। রোদে মুখের ত্বক পুড়ে গেলে কালো দাগ পড়ে। আর সেই কালো দাগ দূর করায় পৃথিবীর অন্য যেকোন বস্তুর তুলনায় আলুই একমাত্র কার্যকরী উপাদান।

৪।তৈলাক্ত ত্বকের যত্নে:তৈলাক্ত ত্বকের জন্য আলু অত্যন্ত উপকারী। একটি মাঝারি সাইজের আলু ভাল করে কুঁচি করে নিন । এরপর কুচানো আলু ভাল ভাবে চিপে আলুর রস বের করুন। আলুর এই রসের সাথে ২ চা চামচ মুলতানি মাটি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন । এরপর এটি ত্বকে লাগিয়ে রাখুন, যতক্ষণ না পর্যন্ত এটি আপনার ত্বকে শুকিয়ে যায়। তারপর পানি দিয়ে ভাল ভাবে ধুয়ে ফেলুন।

৫।ত্বকের মৃত কোষ দূর করতে:আলু আপনার ত্বকের মৃত ত্বক কোষ সরিয়ে ফেলে মুখকে অনেক বেশি উজ্জ্বল করে। একটি মাঝারি সাইজের আলু নিয়ে তা ভালোভাবে সিদ্ধ করে ভাল ভাবে চটকে নিন। এর সাথে ১ চা চামচ অলিভ অয়েল (তেল) বা বাদাম তেল এবং ১-২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। এরপর তা আপনার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট তা রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬।চুল পড়া কমাতে:চুল পড়া, চুল ভেঙ্গে যাওয়া, চুল ঠিকমতো বৃদ্ধি না পাওয়া সহ নানা সমস্যায় পড়তে হয় আমাদের। তাই চুল নিয়ে যেন আমাদের চিন্তার অন্ত নেই। এই চুলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদান ব্যবহারের বিকল্প নেই। এটি যেমন নিরাপদ তেমনি কার্যকরী। ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে অনেকেই আলুর উপকারিতা সম্পর্কে জানি। এই আলুর রস চুলের বৃদ্ধিতেও সমানভাবে কার্যকরী। পরিমাণমতো আলুর রস নিয়ে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি চুল পড়া রোধ করতেও সাহায্য করে।

 

 

Facebook Comments


No comments so far.

Leave a Reply