উপকরণ : পানি দেড় লিটার, চিকেন কিমা দেড় কেজি, চিংড়ি মাছ ৪টি, লবণ ও গোলমরিচ স্বাদমতো, পেস্তাবাদাম কুচি ২টি, শাক কুচি আধা টেবিল চামচ, রসুন কুচি ২ কোয়া, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চিমটি, গুঁড়ো মরিচ ১ চিমটি, তেল ভাজার জন্য, সয়াসস্ ১ টেবিল চামচ, মটরশুঁটি ৭৫ গ্রাম।

 

 

প্রণালী : পানি ফুটিয়ে চিকেন, চিংড়ি, লবণ ও গোলমরিচ দিয়ে ঢেকে ৪০ মিনিট সেদ্ধ করুন। ১ লিটার পরিমাণ তরল রেখে বাকিটুকু ঝরিয়ে ফেলুন। ব্লেন্ডারে বাদাম, শাক, রসুন, আদা, হলুদ এবং মরিচ একসঙ্গে নিয়ে ব্লেন্ড করুন। ২ টেবিল চামচ তেল কড়াইয়ে গরম করে মসলার পেস্ট ভাজুন। এতে চিকেন সেদ্ধ করা পানিসহ চিকেন, চিংড়ি, সয়াসস্ এবং মটরশুঁটি ঢেলে ২০ মিনিট রাঁধুন। গরম গরম পরিবেশন করুন।

Facebook Comments


Comments are closed.