শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। আলু দিয়ে আবার রূপচর্চা হয় না কি এটাই তো ভাবছেন ? তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আপনারা নিয়মিত ব্যবহারের জন্য আপনাদের পছন্দমত যেকোনো একটি বা দুটি ফেস প্যাক বেছে নিতে পারেন।প্রতিদিন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক।

১) আলু ও লেবুর রস

১ চা চামচ আলুর পেস্ট সাথে হাফ  চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তারপর  ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২) আলু, টমেটো ও টকদই

১ চা চামচ আলুর পেস্ট, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।ফেস ওয়াস ব্যবহার করবেন না সাথে সাথে ।

৩) আলু, টমেটো ও দুধের সর

১ চা চামচ আলুর পেস্ট, ১ চা চামচ টমেটো পেস্ট ও হাফ  চা চামচ দুধের সর একসঙ্গে মিশিয়ে গলা ও মুখে ১৫- ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।

৪) আলু, মুলতানি মাটি ও গোলাপজল

এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। ১ টেবিল চামচ আলুর পেস্ট, হাফ  চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল একসাথে মিশিয়ে নিন। গলা ও মুখে ১৫-২০  মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে এটি না লাগানোই ভালো। এতে বিপরিত হতে পারে।

৫) আলু, টকদই ও হলুদ

আলু দিয়ে রূপচর্চা

১ চা চামচ আলুর পেস্ট, ১ চা চামচ টকদই ও সামান্য  হলুদ মিশিয়ে ত্বকে ১০-১৫  মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

৬) আলু, কাঁচা দুধ ও গ্লিসারিন

১ টেবিল চামচ আলুর পেস্ট, ১ চা চামচ কাঁচা দুধ ও ৩-৪  ফোটা গ্লিসারিন একসাথে মিশিয়ে মুখে ১৫-২০  মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৭) আলু ও শসা

সমপরিমাণ আলুর পেস্ট ও  শসা  রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০-২৫  মিনিট। মুখ ধোয়ার পর অনেক বেশি ফ্রেশ দেখাবে।

প্রতিদিন ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও কোমল । গোসলের আগে ব্যবহার করতে পারেন বা চাইলে রাতেও ব্যবহার করতে পারেন


No comments so far.

Leave a Reply