
এই শীতে ত্বকের যত্নে বেসন
ত্বকের যত্ন, রূপচর্চা / December 2, 2018 / zahidulislamjunnunরান্না ঘরের থাকা খাবারের উপাদানের মধ্যে বেসন খুবই পরিচিত। তবে খাবারের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও এর রয়েছে দারুণ কার্যকরী গুণাগুণ। প্রাকৃতিক উপাদান হওয়ায় এর নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। চলুন জেনে নেয়া যাক রূপচর্চায় বেসনের উপকারিতা।
তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। এছাড়া ধুলাবালি জমে লোমকূপ আটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। তাই তেলতেলে ত্বকের চাই নিয়মিত যত্ন। বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন ত্বকের তেলতেলে ভাব কমানোর জন্য।
বেসন ও চিনি
ত্বকের মরা চামড়া দূর করতে কার্যকর এই ফেসপ্যাক। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ মোটা দানার চিনি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান মিশ্রণটি। ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেল
টমেটো ও বেসন
একটি মাঝারি সাইজের টমেটো চটকে পেস্ট করে নিন। পরিমাণ মতো বেসন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
দই ও বেসন
৩ টেবিল চামচ টক দই ফেটিয়ে নিন ভালো করে। ২ টেবিল চামচ বেসন মিশিয়ে আবার ফেটান। মসৃণ পেস্ট তৈরি হলে পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করতে পারেন।
বেসন ও হলুদ
১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ বেসন মেশান। প্রয়োজন মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।
ঘরে বসে ক্যামিকেল মুক্ত অর্গানিক বেসন পেতে এখন ই ক্লিক করুন
অথবা কল করুন – 01752805798 এই নম্বরে
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
1,170.00৳Original price was: 1,170.00৳ .999.00৳ Current price is: 999.00৳ . -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
1,470.00৳Original price was: 1,470.00৳ .1,250.00৳ Current price is: 1,250.00৳ . -
কালোজিরার আচার ১কেজি
950.00৳ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
590.00৳ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
150.00৳



Facebook Comments