কোঁকড়া চুলের যত্ন
চুলের যত্ন / March 24, 2022 / zahidulislamjunnunকোঁকড়া চুলের সমস্যা সাধারণত সিল্কি চুলের চাইতে বেশী হয়ে থাকে । আর এই কারনেই কোঁকড়া চুলের জন্যই প্রয়োজন হয় বাড়তি যত্নের। যদি সঠিক যত্ন না নেও হয় তাহলে এর অভাবে কোঁকড়া চুল আরও শুষ্ক হয়ে যায়। কোঁকড়া চুলে প্রতিদিনই কন্ডিশনিং,-ময়েশ্চারাইজিং করার প্রয়োজন পড়ে । আর এই জন্যই কোঁকড়া চুলকে সুন্দর ও কোমল রাখতে সপ্তাহে ১ দিন হেয়ার প্যাক লাগান। আর সঠিক নিয়মে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে । আসুন জেনে নিই, কোঁকড়া চুলের যত্নে ব্যবহারে কিছু প্যাক, যা আপনার কোঁকড়া চুলকে নরম ও মোলায়েম রাখতে সাহায্য করবে ।
১) ব্যবহার করুন ভিনেগার
বাজারের কন্ডিশনার ব্যবহার না করে চুলে ব্যবহার করতে পারেন ভিনেগার । কোঁকড়া চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে এটি খুব ভাল কাজ করে থাকে । এটি চুলের খুশকিও দূর করে থাকে। ১-২ কাপ ভিনেগার, ১-২ কাপ পানির সাথে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এটি কন্ডিশনারের মত করে ব্যবহার করুন। ৪- ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হয়ে উঠবে ঝলমলে ।
২) অ্যালোভেরা
অ্যালোভরা কোঁকড়া চুলকে উজ্জল ও নরম করতে সাহায্য করে বহুগুণ । আপনি চাইলে শুধু অ্যালোভরা জেলও ব্যবহার করতে পারেন আবার যদি চান তাহলে অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। ২-৩ টেবিল চামচ নারকেল তেল, ৩- ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২- ৩ টেবিল চামচ দই। সবগুলো উপাদান দিয়ে ভালো করে ১ টি প্যাক তৈরি করে নিন। ২৫-৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি ব্যবহারে চুল হয়ে উঠবে সুন্দর ও আপনার কোঁকড়া চুলকে করে তুলবে নরম।
৩) ডিম
কোঁকড়া চুলকে নরম ঝলমলে করতে ডিমের জুড়ি নেই। ডিম চুল নরম করার সাথে সাথে চুলে পুষ্টিও দিয়ে থাকে । ২ টি ডিমের সাদা অংশের সাথে ২-৩ টেবিলচামচ বাদাম তেল, ১ কাপ দই দিয়ে প্যাক তৈরি করে নিন। ২০- ৩০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে বা ঠান্ডা বা দিয়ে শ্যাম্পু করে ফেলুন। নিজেই বুজতে পারবেন কতটা ঝলমলে হয়েছে ।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00