চুলের যত্নে চাল ধোয়া পানি
চুলের যত্ন / October 26, 2021 / zahidulislamjunnunআমরা প্রতিদিন চাল ধুয়ে যে পানিটুকু ফেলে দেই , সেই পানিতেই নিতে পারেন আপনার চুলের যত্ন। অবাক হলেও সত্যি যে এই চাল ধোয়া পানিই চুল সুন্দর রাখতে অনেক গুন সাহায্য করে। চাইনিজ বা জাপানি নারীদের চুল সুন্দর হয় কারণ কয়েকশো বছর ধরে তারা মেনে আসছেন এক অভাবনীয় সলিউশন, যার মাধ্যমে তাদের চুল এতটা সুন্দর এবং দেখায়।চাইলে আপনিও করতে পারেন। তাই এবার থেকে ভাত রান্নার সময়ে চাল ধুয়ে পানি ফেলে না দিয়ে সেই পানিতেই করে নিন চুলের যত্ন। কিভাবে করবেন দেখে নিন
১) চুলের বৃদ্ধিতে চাল ধোয়া পানি:
চাল ধোয়া পানি হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন । তার জন্য প্রথমে ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে । তারপর চাল ধোয়া পানি ভালো করে চুলে ঢালতে থাকুন, সাথে হালকা হাতে ম্যাসেজ করুন । এবার ১০-১২ মিনিট মতো মাথায় রেখে দিন এই মাস্ক। তারপর ভালো করে পরিষ্কার পানিতে চুল ধুয়ে নিন।আপনি চাইলে সপ্তাহে ২-৩ বার করে এটি ব্যবহার করতে পারেন এতে চুল লম্বা হবে তাড়াতাড়ি।
২) শ্যাম্পু হিসেবে ব্যবহার:
প্রথমে এক কাপ চাল ধোয়া পানির সাথে মিশিয়ে নিন ১ চামচ সিকাকাই পাউডার। এবার তাতে অধেক চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে একটি কাঁচের বোতলে রেখে দিন। ১সপ্তাহ পযন্ত রেখে দিতে পারেন। এবার এটিকেই শ্যাম্পুর মতো করে ব্যবহার করুন।
৩) চুলের গোড়া শক্ত করতে:
চাল ধোয়া পানিতে প্রচুর ভিটামিন থাকে যা চুলের গোড়া শক্ত ও মজবুত করতে অনেক সাহায্য করে। সেই কারণে, চাল ধোয়া পানির সাথে খানিকটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার তালুতে খুব ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিন। তারপতা ১৫-২০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ভালো করে গোসল করে নিন। চুলের গোঁড়া শক্ত ও মজবুত করতে সাহায্য করে।
৪) ফার্মেন্টেড রাইস ওয়াটার:
যাদের কোকড়ানো চুল তাদের চুলের যত্নে ফার্মেন্টেড রাইস ওয়াটার ভীষণ উপকারী। এটি তৈরি করাও খুবই সহজ। ফার্মেন্টেড রাইস ওয়াটার বানাতে প্রথমে চাল ধুয়ে পানি বের করে নিন। এবার সেই পানি ১টি কাঁচের বোতলে ভরে রাখুন। কাঁচের বোতলের মুখ বন্ধ করে কাঁচের বোতলটি দিন কয়েক খোলা জায়গায় রেখে দিন। ২-৩ দিন পরে পানি থেকে একটা টক-টক গন্ধ বের হলে পানির বোতলটি ফ্রিজে রেখে দিন। এই পানি ২ সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। এই রাইস ওয়াটার চুলের জন্য খুবই পুষ্টিকর। বিশেষ করে যাদের কোকড়ানো চুল, তাদের চুলে জট পড়ে যাওয়া থেকে বাঁচাতে চুলে লাগান ফার্মান্টেড রাইস ওয়াটার। তবে এই পানি সরাসরি চুলে না লাগানোই ভালো। এর সাথে একটু পানি মিশিয়ে ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পর১৫-২০ মিনিটের মতো রেখে তারপর শ্যাম্পু করে নিতে হবে।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00