চুলের যত্নে ডিমের ব্যবহার
চুলের যত্ন / January 27, 2022 / zahidulislamjunnunঝলমলে উজ্জ্বল চুল কার না পছন্দ? কিন্তু বাইরে বের হবার কারণে বিভিন্ন দূষণে চুল ক্ষতিগ্রস্ত হয় প্রতিদিনই । বাইরে বের হওয়ার জন্য সব সময় চুল পুরো ঢেকে রাখা সম্ভব হয় না।এই সব কারণে মাঝে মধ্যে চুলের যত্ন নেওয়া দরকার। তা না হলে চুল পড়া বেড়ে যায়, চুল রুক্ষ হয়ে পড়ে।চুলের উজ্জ্বলতা কমে যায় ।
ডিমে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, প্রোটিন এবং ভিটামিন বি রয়েছে যা দুর্বল চুলের জন্য দারুন উপকারী। এগুলো চুল পড়া রোধ করে।সেই সাথে চুলের বাড়তে সাহায্য করে ।
চুলের যত্নে নানাভাবে ডিম ব্যবহার করা যায়। যেমন-
১. একটা পাত্রে ডিমের কুসুম ভালভাবে ফেটে নিন। আরেকটা পাত্রে ২-৩ টেবিলচামচ টক দই ভালভাবে ফেটে নিন । এখন দইয়ের মধ্যে ডিমের কুসুমটা মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসেজ করে লাগান। ১ থেকে ২ ঘণ্টা পর চুলটা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি করলে চুল হয়ে হয়ে উঠবে মজবুত ও উজ্জ্বল ।
২. একটা পাত্রে ভালভাবে পুরো ডিম ফেটে নিন। তারপর এতে ২-৩ চা চামচ মধু মেশান। এখন মিশ্রণটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসেজ করে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১ দিন এটি করলে চুল পুষ্টি পাবে।
৩.প্রথমে ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে করে চুল মজবুত করতে সাহায্য করবে।
৪. ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে ২-৩ চা চামচ নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের রুক্ষভাব দূর করবে।
৫. প্রথমে ১ টি ডিম ভালভাবে ফেটে তাতে একটা কলা চটকিয়ে ভালভাবে মেশান। তারপর এতে নারিকেল তেল নিয়ে নিন । এবার মিশ্রনটি চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর ভালভাবে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করবে, চুলের বাড়তে সাহায্য করবে ।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00