সুন্দর আর ঘন চুল সব নারীর স্বপ্ন । চুলকে শক্তিশালী এবং লম্বা করার জন্যআমরা নারীরা কত কি না করে থাকি । তাই সকল নারীকেই  চুলের যত্ন সঠিক উপায়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চুলের যত্নের সঠিক উপায় জানেন, তাহলে আপনার চুল ঘুব সহজেই লম্বা-ঘন-শক্ত হয়ে উঠতে পারে। আমরা অনেকেই চুলের যত্নে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে আসি , কিন্তু তারা এর থেকে কোন সুবিধা পান না। তাই আমাদের চুলের যথাযথ যত্ন নেওয়ার জন্য, প্রথমে আমাদের চুলের ধরন  জানা উচিত যে আপনার চুলের কোন ধরনের যত্ন নেয়া প্রয়োজন। যদি আপনি আপনার চুলের ধরন  অনুযায়ী যত্ন নেন, তাহলে আপ্নার  চুল সহজেই লম্বা-ঘন-শক্ত হয়ে উঠতে পারে। আসুন, কিভাবে আমরা তৈলাক্ত চুলের যত্ন নেবেন দেখে নেই।

 

আপনার চুলের প্রয়োজনীয়তা বুঝুন
আমাদের প্রত্যেকের চুল একরকম নয়, এবং বিভিন্ন চুলের ধরন অনুযায়ী আলাদা আলাদা উপায়ে যত্ন নেয়া প্রয়োজন তাই আপনাকে প্রথমে আপনার চুলের ধরন জানতে হবে।

 

কিভাবে তৈলাক্ত চুলের যত্ন নেবেন

যে নারীদের চুল তৈলাক্ত তাদের চুল পরিচালনা করা একটু কঠিন হয়ে দাঁড়ায় । তৈলাক্ত চুল খুব তাড়াতাড়ি চটচটে হয়ে যায় দেখতে ভালো দেখায় না , তাই তৈলাক্ত চুলে সহজে কোন চুলের স্টাইল সেট করা খুব কঠিন । যদি আপনারও তৈলাক্ত চুল থাকে, তাহলে আপনি কীভাবে আপনার চুলের সঠিক যত্ন নিতে পারেন দেখে নিন :

  • চুল ধোয়ার জন্য হালকা শ্যাম্পু ব্যবহার করুন।
  • প্রতিদিন তৈলাক্ত চুল ধোয়া গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন যে শ্যাম্পু, মাথার ত্বকে খুব বেশি ব্যবহার করা উচিৎ না।
  • খেয়াল রাখবেন যখনই চুলে শ্যাম্পু করবেন সবসময় ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। গরম পানি ব্যবহার করলে মাথার ত্বক থেকে বেশি তেল বের হয়ে যায়, যা চুলকে আঠালো করে তোলে।
  • চুলে শ্যাম্পু করার আগে গরম তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন ভালো করে , তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • যে নারীর যদি আপনার চুল খুব তৈলাক্ত হয় তবে কন্ডিশনার ব্যবহার করবেন না।
  • তৈলাক্ত চুল চকচকে। অতএব, চুলের গ্লস জেল এবং চুলের যত্ন নেয়ার জন্য হেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না।
  • যে নারীর  চুল খুব তৈলাক্ত হয়, তাহলে ১ ভাগ ভিনেগার ৪ ভাগ পানিতে মিশিয়ে চুল ধুয়ে নিন, কিন্তু সরাসরি মাথার ত্বকে ভিনেগার ব্যবহার করবেন না।
  • ঘন ঘন চুল আঁচড়ানো থেকে বিরত থাকুন। কারণ এটি মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল বের করে।
  • মাথার ত্বক বেশি ঘষবেন না।
  • একটা কাজ করতে পারেন পানিতে লেবু মিশিয়ে চুল ধোয়া চুল থেকে অতিরিক্ত তেল দূর করে।
  • স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত পানি পান করাও তৈলাক্ত চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
  • যখনই শুকাবেন তখন চুল বেশি শুকিয়ে ফেলবেন না এবং প্রয়োজনে কম তাপমাত্রায় ৪-৫  ইঞ্চি দূর থেকে ড্রায়ার ব্যবহার করুন।

No comments so far.

Leave a Reply