নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায় ।

মুলতানি মাটি দিয়ে ত্বক ফর্সা করার উপায়

ফর্সা হতে আমরা কে না চায়। নারী পুরুষ সবাই নিজেকে সুন্দর করার জন্য কত কি না করে থাকে । দেখা যায় সামান্য  ফর্সা রং এর জন্য আমরা বাজার থেকে অনেক রং ফর্সা কারি ক্রিম কিনে থাকি যা আমাদের স্কিন এর জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে । কিন্তু আপনি যদি  মুলতানি মাটির সাথে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ত্বকে ব্যবহার করেন তাহলে সহজেই ন্যাচারাল ভাবে ত্বক ফর্সা হতে পারেন ত্বকে সুন্দর ও কোমল রাখাতে পারেন । যা কোনো রকম ক্ষতি ছাড়াই আপনাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।

আসুন মুলতানি মাটির কিভাবে ত্বকে ব্যবহার করবেন তা দেখে নিন ।

পদ্ধতি ১) প্রথমে  ১ চামচ মুলতানি মাটির সাথে সামান্য  হলুদ বাটা নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। পেস্ট টি ভালো ভাবে মেশানো হয়ে গেলে তা  মুখে লাগিয়ে নিতে হবে। এবার ২০ -২৫  মিনিট অপেক্ষা করুন । ২০ -২৫  মিনিট পরে নরমাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে । এই প্যাকটি সপ্তাহে ২- ৩ দিন ব্যবহার করবেন ।

 

পদ্ধতি ২)  যাদের ত্বক তৈলাক্ত তারা  ১-২  চামচ মুলতানি মাটির সাথে ৫-৬  ফোটা লেবুর রস দিতে হবে এবং সাথে দিতে হবে গোলাপজল ২-৩ ফোঁটা । সব গুলো উপকরণ খুব ভালো ভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ -২০  মিনিট অপেক্ষা করুন ।শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । এতে করে ত্বক হবে  ফর্সা গ্লোয়িং ।

 

পদ্ধতি ৩)  যাদের ত্বক শুষ্ক তারা  ১- ২ চামচ মুলতানি মাটির সাথে নিয়ে নিতে হবে ৩-৪ চা চামচ দুধ৷ গরুর দুধের চেয়ে  ছাগলের দুধ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে গরুর দুধ হলেও চলবে সমস্যা নেই । তারপর মুলতানি মাটি ও দুধ ভালো ভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ -২০  মিনিট অপেক্ষা করুন ।শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

সপ্তাহে ১-২  দিন এই প্যাক টি ব্যবহার করে আমরা পেতে পারি উজ্জল ও মসৃন কোমল ত্বক।

 


No comments so far.

Leave a Reply