0
নখের যত্নে ঘরোয়া কিছু টিপস
নখের যত্ন / January 26, 2022 / zahidulislamjunnunআমাদের হাত ও পায়ের সৌন্দর্যের এক অন্যতম অংশ নখ। সুন্দর নখ হাতকে যেমন করে আকর্ষনীয় তেমন পা’কে করে মনকাড়া। সুন্দর নখ শুধু হাত-পায়ের সৌন্দর্যই বৃদ্ধি করে না। একইসাথে এটি ব্যক্তিত্বও তুলে ধরে। সকল নারীদের জন্য হাতের নখের সৌন্দর্য রক্ষা করা একটু কঠিন। নখ সুন্দর রাখতে পানির ব্যবহার যত কম করা যায় ততই ভাল থাকবে নখ । কিন্তু নারীদের প্রায় সব কাজেই পানির ছোঁয়া আছে যা ইচ্ছা করলেই এড়ানো সম্ভব নয় । কিন্তু একটু ইচ্ছা এবং সচেতন থাকলেই নখের যত্ন নেওয়া সম্ভব । সব পরিবারের নারীদের জন্য সব সময় পার্লারে গিয়ে নখের পরিচর্চা করা সম্ভব হয়ে উঠে না । তারা একটা কাজ করতে পারেন ঘরে বসেই নিতে পারেন নখের যত্ন। তাই আসুন জেনে নেই নখের যত্নের কিছু করণীয়।
- আপনাদের বাড়িতে যেসব উপকরণ আছে সেসব উপকরণ দিয়ে করে নিতে পারেন মিনিকিওর পেডিকিওর। প্রথমে হালকা কুসুম গরম পানিতে অল্প লবণ, অল্প শ্যাম্পু, ও লেবুর রস দিয়ে ২০-২৫ মিনিট ভিজিয়ে রাখুন হাত ও পায়ের নখ। তারপর যেকোনো ব্রাশ দিয়ে নখ গুলো ঘুষে নিন। এবার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এরপর যেকোনো ভালো ময়শ্চারাইজিং লোশন দিয়ে ম্যাসেজ করুন ৫-৬ মিনিট ।
- সাত দিনের বেশি নখে নেইল পলিস রাখবেন না। নেইল পলিস উঠাতে কোন ধারালো কিছু ব্যবহার থেকে বিরত থাকবেন । নেইল পলিস উঠাতে রিমুভার ব্যবহার করবেন । অন্তত ৪-৫ দিন ব্যবধানে নখে নেইল পলিস ব্যবহার করুন। এতে করে নখ ভালো থাকবে ।
- নেইল পলিস ব্যবহারে সচেতন হওয়া দরকার সকল নারীদের । অতিরিক্ত নেইল পলিস আর রিমুভার আপনার নখ গুলো কে ড্রাই করে এবং নখের প্রাকৃতিক রঙ নষ্ট করে দিতে পারেন আর নখের ও ক্ষতি হতে পারে ।
- যদি প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে নখে অলিভ অয়েল ও ভেসলিন লাগিয়ে ঘুমান। এতে করে আপনার নখ শক্ত হবে এবং নখের হলুদ ভাব দূর হবে।
- অনেকের দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে। এই অভ্যাস থেকে অবশ্যই বিরত থাকবেন ।
- যাদের বাসায় সব সময় সবজি কাটতে হয়, তাদের হাত অনেক সময় কালো দাগ হয়। সেক্ষেত্রে লেবু ঘুসুন , এমনি পরিষ্কার হবে।
- প্রচুর পরিমানে পানি খেতে হবে। পানি যেমন ত্বকের জন্য ভালো নখ ও শরীরের জন্যও ভালো ।
- আমাদের সকলের শরীরের প্রতিটি অঙ্গ সুস্থ রাখার জন্য পযাপ্ত ঘুম দরকার ।
- আমরা আজকাল বিভিন্ন কালারের নকল নখ লাগাই, এ প্রতিনিয়ত ব্যবহার করতে থাকলে আমাদের নখে ফাঙ্গাস আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে । যারা নেইল পালিশ বেশি ব্যবহার করেন তারা কি লক্ষ্য করেছেন যে নখ হলুদ হয়ে গেছে। অতিরিক্ত নেইল পালিশ থেকে ফাঙ্গাস আক্রান্ত হবার সম্ভাবনাও বেড়ে যায় ।
- যারা নখ কাটবেন তাদের একটি টিপস বলে দেই , নখ কাটার সবচাইতে ভালো সময় গোসলের পরে.এ সময় নখ নরম থাকে আর সহজে নখ কাটাও যায়।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00