রুটি মেকার কেন?

রুটি। বিশ্বের সকল দেশেরই খাদ্য তালিকায়ই যার সদর্প উপস্থিতি লক্ষনীয়। বিশেষ করে উন্নত বিশ্বে স্বল্প সময়ে তৈরীর কারনে রুটি বা পরাটা বা এই জাতীয় খাদ্যের গ্রহনযোগ্যতা অনেক বেশি।বাংলাদেশের খাদ্য তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রুটি। ডায়াবেটিক রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধির কারণে রুটি খাদ্যতালিকায় প্রভাব বিস্তার করে চলেছে। পাকিস্তানসহ অনেক দেশে রুটিই প্রধান খাদ্য। পৃথিবীর বিভিন্ন দেশে বড় জনগোষ্ঠীর প্রিয় খাবার রুটি। আবার অনেকের ক্ষেত্রে রুটি পথ্য হিসেবে খাবারের রুটিন মেনু হয়ে গেছে।

তো এই রুটি বানানোর ঝক্কি কিন্তু কম নয়। হাতে রুটি বানানো বেশ কষ্টসাধ্য। অনেক পরিবারে কেবল রুটি বানানোর জন্যই কাজের লোক রাখতে হয়। রুটি বানানোর এত ঝক্কির পরও রুটি ঠিকমতো আকার ও পুরুত্বের না হওয়ায় রুটি নিয়ে অভিযোগ শুনতে হয় গৃহিনীদের। এ ছাড়াও আরো নানা কারনে রুটি তৈরীকে ঝামেলার কাজ বলে মনে করেন অনেকে।
সময়ের সঙ্গে পাল্লাদিয়ে বাড়ছে মানুষের ব্যস্ততা। এ কালের আধুনিক বাঙালি নারীরা যেমন চান সংসার সামলাতে তেমনি চান চাকরি বা কর্মক্ষেত্র সামলাতে। শুধু নারী কেন ‘ব্যাচেলর’ পুরুষও ঘরে-বাইরে দুইয়ের সমতা আনতে কাল্পনিক সব উপায় খোঁজেন। ভাবেন, এমন যদি হতো সকালের নাস্তা থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়াটাও নান্দনিক কোনো যন্ত্রের মাধ্যমে সামলানো যেত! তাছাড়া এ কালের মানুষ একটু বেশিই ভোজন রসিক। খাবার মেনুতেও হরেক রকম স্বাদযুক্ত খাবার পেতে কে না চান?

 

 

সময় বাঁচাতে রুটির যন্ত্র : এবার সেকেন্ডেই সমাধান-

সাথে থাকছেঃ
✔ ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
✔ ২০০ ফিট রুটি পেপার (ফ্রী)
✔ রুটি পেপার লাগানোর টেপ (ফ্রী)
সুবিধা সমূহঃ
✔ ছোট-বড়, পাতলা-মোটা, মোট কথা ইচ্ছা মত রুটি তৈরী
✔ সামান্য চাপে রুটি তৈরী
✔ বয়স্ক এবং অসুস্থদের জন্যও ব্যবহার উপযোগী
✔ পরিস্কার করবার ঝামেলা নাই
✔ টেকে বছরের পর বছর


খুটি নাটি তথ্যঃ
রুটি মেকার গুলি মেহগনী (সারি) কাঠের তৈরী
আমাদের দেওয়া রুটি পেপার এর এক রোল এ ৩.৫-৪ বছর চলবে অনায়েসে
একবার রুটি পেপার পরিবর্তন করে অনায়েসে ২০-২৫ দিন চালানো যাবে
সিদ্ধ আটার রুটিতে তেল বা বাড়তি গুড়া দেবার প্রয়োজন হয় না
আমাদের রুটি মেকার দিয়ে কাজ করা এতই সহজ যে এর জন্য বাড়তি ভিডিও টিউটোরিয়ালের বা ম্যানুয়ালের দরকার পড়ে না!
যে কোন বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন, এমনকি অসুস্থ ব্যক্তিরাও এটি ব্যবহার করতে পারবেন

বিপনন ও তথ্য কেন্দ্র-
দেশ-বিদেশে যন্ত্র সরবরাহ ও যোগাযোগ সহজ করার জন্য ঢাকায় রয়েছে অফিস। আরও জানতে কল করুন ০১৭৫২৮০৫৭৯৮

অনলাইন অর্ডারঃ www.chuijhal.com


09 comments

    Comments are now closed.