যে কোন পার্টিতে যাবার পূর্বে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে, তার মেকআপ থেকে শুরু করে চুলের সেট আপ পর্যন্ত সব ঠিক আছে কিনা? পার্টিতে যাবার পরও চিন্তা করা লাগে, চোখের আইলায়নার লেপে যায়নি তো! তাই আপনাদের সাথে আজ কিছু মজাদার রূপচর্চা নিয়ে কথা বলব। যা আপনাদের ভীতি দূর করবে। আর আশ্চর্য সব তথ্য জেনে আপনারাও খুশি হবেন।

১. চোখের পাপড়ি নিয়ে চিন্তিত থাকলে, চোখের উপর হালকা করে শ্যাডো বা শেড লাগিয়ে নিন। এতে করে পাপড়ি কম বুঝা গেলেও আপনার চোখ হাইলাইট হবে।

২. পায়ের গোড়ালি রুক্ষ হলে বা ফেটে গেলে তাতে পেট্রলিয়াম ক্রিম লাগিয়ে রাখুন। রাতে ঘুমাবার সময় পাতলা একটি মোজা পড়ে ঘুমাবেন। এতে পায়ের ত্বক নরম ও মোলায়েম হবে।

৩. ঠোঁটে লিপস্টিক ঠিকমত লাগে না অনেকেরই। সেক্ষেত্রে ব্রাশ করার সময় আলতো করে আপনার ঠোঁটেও ঘষুন। এতে করে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে। লিপস্টিক ঠিকমত ঠোঁটে লাগাতে পারবেন।

৪. মুখের ব্রণ দূর করার জন্য ব্রণের উপরে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাতের জন্য। সকালে উঠে দেখবেন ব্রণের কোন চিহ্ন নয়। তবে ব্রণের বয়স বেশিদিন হলে, প্রতিরাতে পেস্ট লাগিয়ে রাখতে হবে। এক সপ্তাহের মাঝে ঠিক হয়ে যাবে।

৫. হলুদ দাঁত ঝলমলে করতে টুথপেস্টের সাথে একটু বেকিং সোডা মিলিয়ে নিন। এতে দাঁত খুব দ্রুত সাদা হয়ে যাবে।

৬. চোখের আইলায়নার যেন লেপটে না যায়, তাই কাজলকে প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে একটু ব্লো করে নিন। এরপর আইলায়নারের মত লাগিয়ে নিন। এতে করে আপনার কাজল লেপটে যাবার ভয় থাকবে না।

৭. যারা বাথটাবে গোসল করতে পছন্দ করেন, তারা সারা শরীরের অক্সিজেন সরবরাহ সঠিক রাখতে পানির সাথে ১০টা সবুজ টি ব্যাগ ভিজিয়ে রেখে গোসল করে নিন। এতে আপনি সারা শরীরে সজিবতা অনুভব করবেন। সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া


No comments so far.

Leave a Reply