সুস্থ থাকতে মেথির চা পান করুন
পানীয় / February 2, 2022 / zahidulislamjunnunদিন শেষে আমাদের সকলের একটাই প্রাথনা ,যেন আমরা সুস্থ থাকি । কিন্তু অনেক সময় আমাদের শরীর ভিন্ন ভাষায় কথা বলে থাকে । অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পরি । এমনটি হলে আমাদের চিকিৎসা নিতে হয়, ওষুধ খেতে হয়। অথচ আমরা যদি আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে পারি তাহলে সব সময় সুস্থ থাকা সম্ভব । দৈনিক চলাফেরার সাথে খাদ্যের তালিকাতেও এ জন্য আনতে হবে কিছু ভিন্নতা ।
আজ আমরা এমন একটি খাবার নিয়ে আলোচনা করবো বা জানবো । তা হচ্ছে ‘মেথি’। অনেকেই ব্লতে পারেন মেথি আবার কিভাবে খায়? এটা কি খাওয়া সম্ভব? চিকিৎসা বিজ্ঞান বলে মেথি শরীরের জন্য বেশ উপকারি একটি বস্তু ।
ভেষজ মসলা হিসেবে মেথি আমাদের সবার কাছেই কম বেশি পরিচিত। তাছাড়া মেথি কিন্তু আপনার ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । শুধু ওজন কমানোর ক্ষেত্রেই নয়, কোষ্ঠকাঠিন্য থেকে ডায়াবেটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে মেথি ভুমিকা অনেক ।
শরীর ঠিক রাখতে ভেষজ উপাদানের অবদান অস্বীকার করার উপায় নেই কারও ।আমাদের সকলের ছোট-বড় অসুখ থেকে দূরে থাকতে আমরা নিয়মিত মেথি চা পান করতে পারেন। আজ আমরা
জেনে নিব মেথি চায়ের উপকারিতা ও বানানোর পদ্ধতি-
উপকারিতা
– আমরা কি জানি ? ইনসুলিনের কার্যক্ষমতা এবং পরিমাণ বাড়িয়ে দেয় মেথি চা। তার ফলে প্রতিদিন এই চায়ে চুমুক দেওয়া মানেই সুগার দূরে থাকবে আপনার থেকে।
-আমরা যদি সকালে খালি পেটে এক কাপ মেথি চা মানেই হজম ক্ষমতা বেড়ে যাওয়া। একই সাথে ঝরবে মেদও।
– মেথিতে থাকা বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করে হজমের যাবতীয় সমস্যা নিমিষেই সমাধান করে । একই সাথে মেথিতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে অনেক । এবং দ্রুত হজম করতে সাহায্য করে ।
– প্রতিদিন সকালে আমরা যদি মেথি চা পান করি তাহলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে । আর তাতে ধমনী ও শিরার চর্বি থাকতে পারে না। এতে রক্ত চলাচল ভালো হয়। আপনার হার্ট ও ভাল থাকবে ।
-যদি নিয়মিত মেথি চা পান করেন তাহলে পরিষ্কার থাকে কিডনিও। মেথির প্রভাবে ইউরিন ক্লিয়ার থাকে। কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে । অনেক উপকারিতা এই মেথিতে।
যেভাবে বানাবেন মেথি চা
– প্রথমে ১ চা চামচ মেথি গুঁড়া করে নিন।
-এবার ১ কাপ ফুটন্ত গরম পানিতে গুঁড়া করা মেথি মিশিয়ে নিন ।
– ১ চা চামচ মধু বা তুলসি পাতাও দিতে পারেন।
– এখন সব উপকরণ দিয়ে ২-৩ মিনিট ভিজিয়ে রাখুন।
– তারপর ছেঁকে পান করুন স্বাস্থ্যকর মেথি চা। সুস্থ থাকতে চাইলে নিয়মিত পান করতে পারেন ।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00