খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিতে ঘি এর জুড়ি মেলা ভার। এটি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। শুধু খাবার নয়, রূপচর্চায়ও কিন্তু এটি বেশ উপকারী। একদিকে ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চুলের যত্নেও এটি সমান কার্যকরী। চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য করে ঘি। আর আজকের লেখায় থাকছে ঘি দিয়ে তৈরি এমন একটি প্যাক যা আপনার চুল পড়া রোধ করবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল পড়া রোধে ঘি এর তৈরি প্যাকঃ

উপকরণঃ
১। ঘি
২। কাজুবাদামের গুঁড়ো
৩। কাজুবাদামের তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি প্যানে চার থেকে পাঁচ চামচ ঘি গরম করুন।
২। হালকা গরম হলে এর সঙ্গে পাঁচ গ্রাম কাজুবাদামের গুঁড়ো ও তিন টেবিল চামচ কাজুবাদামের তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
৩। এই মিশ্রণ চুলে লাগিয়ে ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাক ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া রোধ হবে।অন্য কোনো ঘি এর প্যাক যদি ব্যবহার করেন এক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি যদি সরাসরি চুলে ঘি লাগান তাহলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। এজন্য চুলে ঘি ব্যবহারের সময় সবসময় এর সঙ্গে অন্য আরেকটি উপাদান মিশিয়ে নিন। যাতে চুল থেকে সহজে ঘি পরিষ্কার করা সম্ভব হয়।

 


No comments so far.

Leave a Reply