
কমলা খেয়ে তার খোসা ফেলে দিচ্ছেন !
টিপস, ত্বকের যত্ন / November 11, 2020 / zahidulislamjunnunজেনেনিন কমলার খোসার এই ব্যবহার গুলো
কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার।
কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার দিয়ে বোতল পূর্ণ করে অপেক্ষা করুন ১০ দিন। এরপর কমলার খোসা উঠিয়ে দ্রবণটি ব্যবহার করুন কাঠের আসবাব পরিষ্কারক হিসেবে।
স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে কমলার খোসার ভেতরের অংশ দিয়ে ঘষে নিন।
কমলার খোসা শুকিয়ে কাপড় রাখার আলমারি বা ড্রয়ারে রেখে দিন। পোকামাকড়ের উপদ্রব থেকে যেমন রেহাই মিলবে, তেমনি চমৎকার সুগন্ধও বজায় থাকবে।
চিনির বয়ামে কয়েক টুকরো কমলার খোসা ফেলে দিন। শক্ত হবে না চিনি।
কমলার খোসা গুঁড়া করে ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে। চুলের যত্নেও এটি অতুলনীয়।
কমলার খোসা কুচি করে রান্নায় দিতে পারেন। চমৎকার ফ্লেভার আসবে। পানীয় কিংবা সালাদেও দেওয়া যায় এটি।
সিংকের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো কমলার খোসা ফেলে আধা কাপ ভিনেগার ঢেলে দিন। ঘণ্টাখানেক পর উঠিয়ে ফেলুন খোসা।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Facebook Comments