খুশকি একবার মাথার ত্বকে আক্রমণ শুরু করলে, তা বাড়তেই থাকে আর শীত কাল হলে তো কথায় নেই ।শীতের সময়ে বাড়ে খুশকির সমস্যা। চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন খুশকি সমস্যার কারণ হয়ে থাকে।  শীতকাল ও মাত্রাতিরিক্ত দূষণের ফলে চুল পড়া ও খুশকির সমস্যা অন্য সময়ের চেয়ে বেশি দেখা দিয়ে থাকে। তাই  শীতের সময়ে চুলের জন্য চাই বাড়তি যত্ন আর নিতে না চাইলেও নিতে হবে ।

খুশকি সাধারণত তিন ধরনের হয়ে থাকে-

১. বড় আকারের খুশকি
২. ছোট আকারের খুশকি
৩. রক্তদানার মতো খুশকি । এই ৩ ধরনের খুশকি আমাদের চোখে পড়ে।

আমরা চাইলেই  প্রাকৃতিক উপাদান ব্যবহার করে খুশকি সমস্যায় দূর করা যায়। খুশকি তাড়াতে আছে কিছু ঘরোয়া উপায়।যার ফলে খুশকি হবে দূর।

তাহলে চলুন চুলের খুশকি তাড়ানোর ঘরোয়া উপায় গুলো দেখে নেই।

১. বহু আগে থেকেই  মানুষ নারিকেল তেল ব্যবহার করে আসছে। নারিকেল তেল খুশকির প্রকোপ। চুলের গোড়া ময়েশ্চারাইজ করে খুশকি এবং স্ক্যাল্প ইনফেকশন কমায়। সপ্তাহে ২-৩দিন চুলের গোড়ায় নারিকেল তেলের মালিশ করলে দ্রুত উপকার পাবেন।

২. খুশকি তাড়াতে চুলে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। ২-৩টি  পেঁয়াজ ভালো করে বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড ১ মগ পানি মিশিয়ে নিয়ে মাথায় এই রস ভালো করে লাগিয়ে মালিশ করুন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ বার  পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকি দূর করা সম্ভব হবে অনেক টা ।

৩. যাদের মাথায় খুশকির সমস্যায় তারা টকদই ব্যবহার করতে পারেন। টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০-১৫  মিনিট রেখে এর পর ঠাণ্ডা পানি দিয়ে তা চুল ধুয়ে নিন।

৪. লেবু ২ টেবিল-চামচ  রস অল্প পানির সাথে  মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ৫-১০ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন।

৫. মেথি সারারাত পানিতে ভিজিয়ে সকালে পানি  ছেঁকে নিয়ে ভালো করে বেটে  বা ব্লেন্ডারে ব্লেন্ড নিন। ছেঁকে নেয়া পানি ফেলে দেবেন না। এবার বেটে নেয়াবা ব্লেন্ডারে ব্লেন্ড করা মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন।এতে করে খুশকি দূর হবে ।

৬.গ্রিনটি এমন একটি উপাদান যা  ব্যাক্টেরিয়া-রোধী উপাদান সমৃদ্ধ এবং এটা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে অনেক সাহায্য করে। তাই খুশকি দূর করতে  গ্রিন টি ব্যবহার করতে পারেন।

এক কাপ গরম পানিতে ২ টি ব্যাগ ১৫- ২০ মিনিট ধরে ডুবিয়ে রাখুন। ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে ব্যবহার করে ২৫- ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে তা চুল ধুয়ে নিন।

 

এই ঘরোয়া উপায়ে আপনি আপনার চুলের খুশকি দূর করতে পারেন । আশা করছি ভালো উপকার পাবেন।

 


No comments so far.

Leave a Reply