ব্রণ দূর করার উপায়
ত্বকের যত্ন / February 13, 2022 / zahidulislamjunnunএকটি নারীর কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে। বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যার।
শসা
শসার মধ্যে রয়েছে নানান গুণ । তার মধ্যে একটা অবশ্যই ত্বকের কাজে লাগা। এতে রয়েছে ভিটামিন এ, ডি এবং ই। এর প্রতিটিই ত্বকের জন্য খুবই ভালো। শসা প্রথমে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে মুখে লাগিয়ে রাখতে পারেন।১৫- ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন মুখ।
টুথপেস্ট
ত্বকে ফেসপ্যাকের মতো করে ব্যবহার করতে পারেন টুথপেস্ট।যাদের মুখের অতিরিক্ত তেল আছে তা টেনে নেওয়ায়র ক্ষমতা রাখে এই টুথপেস্ট । ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে ব্রণ বা গোটা বেরয়, তারা টুথপেস্ট ব্যবহার করে উপকার পাবেন । তবে খেয়াল রাখবেন খুব বেশি নয়, খুব অল্প পরিমাণে ব্যবহার করুন ব্রণের জায়গায়। সমস্যা না হলে পরিমাণ বাড়ান।
গ্রিন টি
গ্রিন টি গোটা বা ব্রণ সাড়াতে খুবই কার্যকরী। গরম পানি তে গ্রিন টি বানান। এবার সেই গ্রিন টি একদম ঠাণ্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন। তুলায় ভিজিয়ে ব্যবহার করতে পারেন। বা যদি চান টি ব্য়াগ থেকে গ্রিন টি বানান, তাহলে ঠাণ্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর। মিনিট ১৫- ২০ রাখার পর ধুয়ে নিন।
রসুন
রসুন হচ্ছে ব্রণের বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। যেভাবে করবেন ১/২ কোয়া রসুন ২ টুকরা করে কেটে নিন। তারপর ব্রণের জায়গায় রসটা লাগান।৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে এটা করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন নিজেই ।
লেবুর রস
লেবু থেকে রস বের করে তুলায় সাহায্য লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে নিতে পারেন। লেবুর রসের সাথে দারুচিনির নিয়ে তৈরি করুন মিশ্রণ টি , রাতে শুতে যাওয়ার আগে সেটা ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন। সকালে হালকা উষ্ণ পানিতে ধুয়ে নিন ।
Categories
Products
- টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00Original price was: ৳ 600.00.৳ 500.00Current price is: ৳ 500.00.