মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট
রেসিপি / October 24, 2021 / zahidulislamjunnunআমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ
১. রুই মাছের মাথা ১টি ও মাছ ২-৩ টা টুকরো
২. পেঁয়াজ কুঁচি দেড় কাপ
৩. গরম মসলা ও তেজপাতা ১-২ টি
৪. এলাচ ১টি ও দারুচিনি ১ টুকরো
৫. কাঁচা মরিচ ২-৩টি
৬. মুগ ডাল ১ কাপ
৭. পোলাও চাল ৩-৪ টেবিল চামচ
৮. আদা বাটা ১-২ টেবিল চামচ
৯. রসুন বাটা ১ টেবিল চামচ
১০. হলুদ ১/২ চা চামচ
১১. লবণ পরিমানমতো
১২. মরিচ গুঁড়া ১-২ চা চামচ
১৩. টালা জিরা গুঁড়া ১-২ চা চামচ
১৪. কুসুম গরম পানি পরিমাণমতো
১৫. আস্ত কাঁচা মরিচ ২-৩টি
১৬. পেঁয়াজ কুঁচি ২-৩ টেবিল চামচ
১৭. ধনেপাতা কুঁচি পরিমান মত
১৮. তেল/ ঘি ১ কাপ
পদ্ধতি
প্রথমে মুগ ডাল একটি কড়াইয়ে ভাজে নিন। তারপর ১৫-২০ মিনিট ভেজে নেওয়া ডাল পানিতে ভিজিয়ে রাখুন। এবার ডাল ও পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাছের মাথা ও টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছাড়িয়ে নিন। তারপর সঙ্গে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে তেলে ভেঁজে তুলে রাখুন। মাছ ভাজা হলে তেলে এবার গরম মসলা, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিন। পেঁয়াজ বাদামি রঙের হলে অল্প পানি দিন।
তারপর এতে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ ও জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে এর মধ্যে ডাল ও পোলাও চাল দিয়ে কয়েক মিনিট কষিয়ে অল্প পানি দিন। এর পর পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে কড়াই টি ঢেকে দিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। ৪-৫ মিনিট পর ডালের মধ্যে মাছের মাথা ভেঙে দিন। সব একসাথে এবার কষিয়ে নিন। মাছের মাথা কষানো হলে কিছু পরিমান করে পানি দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল মাখামাখা হলে উপরে ধনেপাতা ও আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে ঢেকে ৫-৬ মিনিট রান্না করুন। রান্না হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।
Categories
Products
- টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00Original price was: ৳ 600.00.৳ 500.00Current price is: ৳ 500.00.