মাসালা চিকেন সাসলিক
কাবাব, রেসিপি কন্টেস্ট / January 21, 2019 / zahidulislamjunnunমাসালা চিকেন সাসলিক
চিকেন বা মাংস জাতীয় খাবার কম বেশি সবারই পছন্দ । ছোট বড় সবাই খেতে পছন্দ করে , ফ্রাই , গ্রেভি বা কাবাব সবাই খেতে পছন্দ করে । মাশালা চিকেন সাসলিক খুবই মজার ও সবার পছন্দের একটি খাবার । আসুন জেনে নেই কিভাবে তপরি করতে হয় ।
রেসিপিঃ
উপকরনঃ
হাড়ছাড়া কিউব করে কাটা মুরগীর মাংস ২৫০ গ্রাম
সয়া সস ১ টেবিল চামচ
ভিনেগার / সিরকা ১টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ / ২চা চামচ
শাহী গরম মসলা গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ / ২ চা চামচ
লবন পরিমানমত
পেয়াজ , টমেটো , গাজর কিউব করে কাটা
তেল ৫ টেবিল চামচ
সাসলিক কাঠি ৪ / ৫ টা
প্রস্তুতপ্রণালীঃ
প্রথমে সয়া সস , সিরকা , আদা – রসুন বাটা ,লবন , গোলমরিচ গুঁড়া ,মরিচ গুঁড়া , শাহী গরম মসলা গুঁড়া দিয়ে মাখিয়ে ফ্রিজে মেরিনেট করে রাখুন আধা ঘন্টা । তারপর নামিয়ে সাসলিক এর কাঠিতে প্রথমে গাজর , তারপর ছবির মতো করে চিকেন সবজি ও মাংস দিয়ে সাজান । তারপর ফ্রাইপ্যানে ৫ টেবিল চামচ তেল দিয়ে গরম হলে সাসলিকের কাঠি গুলো দিয়ে ভালোভাবে ভাজতে হবে । দুপাশ বাদামী কালার হলে নামিয়ে নিন।
পরিবেশনঃ
লেটুস পাতা ,শশা , গাজর সুন্দর করে কেটে সাজিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করুন । ৪ থেকে ৫ জন পরিবেশন করতে পারবে।
রেসিপিদাতাঃ
নামঃ রুদমিলা আক্তার
পেশাঃ শিক্ষক
শখঃ রান্না করা ,হস্তশিল্পের জিনিস তৈরী করা , ঘুরতে যাওয়া
রুদমিলা আক্তার পেশায় একজন শিক্ষিকা , এছাড়াও তিনি অবসর সময়ে রান্না করতে খুব ভালোবাসেন , বিভিন্ন রকম রান্না করে থাকেন , হস্ত শিল্পের কাজও করেন পাশাপাশি । আর সময় পেলে ঘুরে বেরান ।
Categories
Products
- টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00
-
পছন্দের ৫ টা আচারের টেস্টার প্যাক
৳ 600.00Original price was: ৳ 600.00.৳ 500.00Current price is: ৳ 500.00.