শীত এবার একটু বেশি পড়েছে। ছুটির দিনে বাড়িতে বসে আছেন, রেষ্টুরেন্টের গরম গরম থাই স্যুপ খেতে ইচ্ছে করছে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাইরে যেতে মন চাইছে না। চিন্তার কারণ নেই, যারা বাড়ীতে বসে পরিবার নিয়ে থাই স্যুপ খেতে আগ্রহী তাদের জন্য ঝটপট মজাদার স্পাইসি থাই স্যুপ তৈরির সহজ রেসিপি।

 

উপকরণ:

  • ৪-৫ কাপ চিকেন স্টক ,
  •  ১ টেবিল চামচ তেল,  আধা কাপ মুরগির মাংস চিকন লম্বাটে করে কাটা, 
  • আধা কাপ খোসা ছাড়ানো চিংড়ি মাছ,
  • ২ টি ডিমের কুসুম, ৩-৪ টেবিল চামচ চিলি সস, 
  •  ২ টেবিল চামচ, ১ টেবিল চামচ সয়াসস, 
  •  ৭-৮ টি কাঁচামরিচ ফালি,
  •  কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ,
  •  টেস্টিং সল্ট ১ চা চামচ, 
  •  লেবুর রস ১ চা চামচ,
  •  ৪/৫ টি লেমন গ্রাস/ থাইল গ্রাস, 
  •  চিনি ১ চা চামচ, 
  •  লবণ স্বাদমতো,
  • আলু বোখারার চাটনী (পরিবেশনের জন্য)।

পদ্ধতিঃ

  • মুরগীর মাংসের হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে থাকুন। পানি শুকিয়ে অর্ধেক হলে চিকেন স্টক তৈরি হয়ে যাবে।
  • এরপর ছেঁকে নিয়ে চিকেন স্টক চুলায় বসিয়ে দিন।
  •  চিকেন স্টকে মাংস, চিংড়ি মাছ, লেমন/থাই গ্রাস, সয়াসস, চিলি সস, টমেটো সস, লবণ, চিনি ও টেস্টিং সল্ট দিয়ে দিন ও নেড়ে মিশিয়ে নিন ভালো করে।
  •  ডিমের কুসুম একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন এবং স্টকে ডিম দিয়ে ভালো করে নেড়ে দিন যাতে পুরোপুরি মিশে যায়।
  • মাংস ও চিংড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে স্টক জ্বাল দিতে থাকুন। সেদ্ধ হয়ে গেলে আধা কাপ পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে স্টকে দিয়ে দিন।
  •  খুব দ্রুত ও ঘন ঘন নাড়তে নেড়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। নতুবা কর্ন ফ্লাওয়ার দলা ধরে যাবে।
  •  ২-৩ মিনিট নেড়ে ঘন হয়ে এলে এতে লেবুর রস ও কাঁচা মরিচ ফালি দিয়ে একটু নেড়ে নিন।
  •  লবণের স্বাদ বুঝে নিন এবং এরপর চুলা থাকে নামিয়ে নিন। ব্যস, এবার গরম গরম স্পাইসি থাই স্যুপের মজা নিন হালকা এই শীতে।

ধোয়া উঠা গরম গরম স্যুপ টি আপনি আলু বোখারার চাটনির সাথে পরিবেশন করতে পারেন।

ঘরে তৈরি চুইঝাল স্পেশাল আলুবোখারার চাটনি অর্ডার করতে ক্লিক করুন

২৫০ মিলি জার- ২৪০ টাকা

৫০০ মিলি জার ৪৮০ টাকা

অর্ডার করার জন্য কল করুন- 01752805798

আপনার রান্না ঘরের নিত্যদিনের সাথি-

Chuijhal.com

ধন্যবাদ


Comments are closed.