ফর্সা বা সুন্দর হতে কে না চায় আর তা যদি হয় খুব কম খরচে তাহলে তো আর কথাই নেই ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সকলেই হতে চায়। তাই নিজের ত্বককে আরো ফর্সা করার জন্য বিভিন্ন বাজারজাত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে অনেকেই । তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়ে থাকে অনেক সময় । তাই ঘরে থাকা কয়েকটি জিনিসের মাধ্যমেই নিজের ত্বককে সহজেই ফর্সা করে তুলতে পারবেন। দেখে নিন কিভাবে ব্যবহার করবেন ।

ষ্টেপ স্ক্রাবিংঃ

ত্বককে স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ ওঠে গিয়ে ত্বক গ্লোয়িং হয় অনেক গুন  । তাই ফেসপ্যাক ব্যবহার করার আগে ত্বকে স্ক্রাবার ব্যবহার করা খুব জরুরী।

স্ক্রাবার তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • গাজরের পেষ্ট – ১ -২ চামচ
  • ক্যাসটর অয়েল – ১ চামচ
  • ভিটামিন ই – ১ টি

তৈরি ব্যবহার পদ্ধতিঃ

  • সর্ব প্রথমে একটি গাজর ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে  ব্লেন্ড করে নিন। ( গাজর ব্লেন্ড করার সময় ৩ – ৪ চামচ পানি সাথে দিবেন  )
  • তারপর সবগুলো উপাদান পরিমাণ মত একটি কাঁচের বাঁটিতে  নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্ক্রাবার ।
  • এরপর স্ক্রাবারটি নিয়ে মুখের মধ্যে ভাল করে ম্যাসাজ করে নিন ।
  • এটি মুখের মধ্যে ৪- ৫ মিনিট ম্যাসাজ করতে হবে ।
  • ৫ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন ।

ষ্টেপ ফেসপ্যাকঃ

ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • গাজরের পেষ্ট – ১- ২ চামচ
  • চালের গুড়া – ১ চামচ
  • টকদই – ২ চামচ
  • অলিভ অয়েল – ১ চামচ

তৈরি ব্যবহার পদ্ধতিঃ

  • প্রথমে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল মিশিয়ে একটি পেষ্ট তৈরি করে নিন ।
  • ব্রাশের সাহায্যে প্যাকটি মুখে লাগান । লক্ষ রাখবেন প্যাক যেন ঠোঁটে ও চোখে না লাগে ।
  • এবার প্যাকটি লাগিয়ে ১৫- ২০ মিনিট অপেক্ষা করুন।
  • ১৫- ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

ষ্টেপ টোনারঃ

  • টোনার তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
  • গাজরের রস – ৩- ৪ চামচ ও
  • গোলাপজল –১ কাপ

তৈরি ব্যবহার পদ্ধতিঃ

  • একটি গাজর ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে এর থেকে  রস বের করে নিতে হবে ।
  • তারপর একটি স্প্রে বোতল নিয়ে এর ভিতর গাজরের রস ও গোলাপজল একসাথে নিয়ে বোতল ঝাকিয়ে নিন কিছু ক্ষণ ।
  • এবার এটি মুখের উপর স্প্রে করে নিন ।

নোটঃ

১। ত্বকে ভাল ফলাফলের জন্য সপ্তাহে ২- ৩ বার ব্যবহার করুন।

২। টোনার স্প্রে করার পর মুখ ধুয়ার প্রয়োজন  ।

৩। রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না এতে সমস্যা হতে পারে  ।

 


No comments so far.

Leave a Reply