উপকরণঃ
১। ছোলার ডাল ২ কাপ
২। চিনি ৪ কাপ
৩। দুধের ক্ষীরশা ১ কাপ
৪। তরল দুধ ১ লিটার
৫। ঘি ১ কাপ
৬। এলাচ গুঁড়ো আধা চা চামচ
৭। দারচিনি ৪ টুকরা
৮। পেস্তাবাদাম কুচি সিকি কাপ
৯। কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ
১০। আমন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ
১১। ডিম ২টি
১২। গোলাপ এসেন্স সামান্য

 

প্রণালীঃ ডাল ধুয়ে তাতে দুধ দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে বাটতে হবে এবং চিনি ও ডিম দিয়ে মাখাতে হবে। চুলায় আধা কাপ ঘি গরম করে ডাল বাটা দিয়ে নাড়তে হবে। এরপর এলাচ গুঁড়ো ও গোলাপ এসেন্স দিতে হবে। হালুয়া জমাট বেঁধে এলে ক্ষীরশা, কাজুবাদাম বাটা, আমন্ড বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘি মাখানো ডিশে ঢেলে ওপরে পেস্তাবাদাম কুচি ছিটিয়ে ইচ্ছেমতো কেটে পরিবেশন।


Comments are closed.