0
আমরা সকলেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই আর বিশেষ করে মেয়েরা। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিজেদেরকে পরিপাটি হয়ে থাকতে হয়। আর আমাদের এই পরিপাটি হয়ে থাকার জন্য কিছু প্রসাধনী সামগ্রী ব্যবহার করে করতে হয় যা হচ্ছে মেকআপ । যা আমাদেরকে বাহ্যিকভাবে আরো সুন্দর করে তোলে। মেকআপ কিভাবে করে? এটা নিয়ে আপনাদের মধ্য অনেক দ্বিধা কাজ করে। এখন আমরা ঘরে বসেই মেকআপ করতে পারি। আর ঘরে মেকআপ করার জন্য আমাদের কিছু পদ্ধতি বা নিয়ম মনে রাখলেই হবে।
তবে আমরা অনেকেই নিজে ঘরে মেকআপ করতে ভয় পাই, মনে হয় যেন পার্লারের মত হবে না । যদি আমরা ঠিক নিয়মে বা কৌশলে মেকআপ করতে পারি এবং তাহলে আর আমাদের তাহলে আমাদের আর শঙ্কা নেই। আমরা যে কোন অনুষ্ঠানের জন্য নিজেকে নিজেই তৈরি করে নিতে পারব ঘরে বসেই।
এছাড়াও আমরা যে ধরনের মেকআপ কিনব তার দাম সম্পর্কে একটি আনুমান সম্পর্কে থাকতে হবে
ঘরে বসে মেকআপ করার জন্য আমাদের বেশ কিছু জানতে হবে তা হচ্ছে–
- ফেসওয়াশ
- স্ক্রাব
- টোনার
- মশ্চারাইজার
- প্রাইমার
- ফাউন্ডেশন
- কনসিলার
- ফেস পাউডার
- আই শেডো বক্স
- মাশকারা
- আইলাইনার
- আই লেশ
- কন্ট্রোলার
- ব্লাশন
- হাইলাইটার
- লিপস্টিক
- সেটিং স্প্রে
- ব্যানানা পাউডার
- কাজল
- মেকআপ রিমুভার
- মেকআপ ব্রাশ ইত্যাদি।
ঘরে বসে মেকআপ করার জন্য আমাদের যা যা জানতে হবে –
- মেকআপ করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার মুখ পরিষ্কার করে নিতে হবে। আর মুখ পরিষ্কার করার জন্য আপনি যেকোনো ভালো মানের ফেসওয়াশ বা স্ক্রাব ব্যবহার করতে পারেন । এতে করে মেকআপ ফেস এ ভালো ভাবে বসবে।
- এরপর আপনাকে একটি ভালো ওঁ উন্নত মানের টোনার ব্যবহার করতে হবে।
- যেকোন টোনার ব্যবহার করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন । এর পর আপনাকে একটি ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
- আপনি যদি দিনের বেলা বাইরে বের হন তাহলে আপনাকে ময়েশ্চারাইজার ইউজ করার পরে আপনাকে সানস্ক্রিন ক্রিম অবশ্যই ব্যবহার করতে হবে। তা না হলে মুখ এ কালছে হয়ে যাবে।
- তারপর আপনাকে ফেস মেকআপ করার জন্য ফাউন্ডেশন এবং কনসিলার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যাতে করে ফেস এ বসে সুন্দর করে ।
- পরের ধাপে লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশন আর কনসিলার সেট করতে হবে।
- এবং নিজের ইচ্ছেমতো অনুষ্ঠান মাথায় রেখে আমরা আমাদের চোখের মেকআপ করে নিতে পারি।
- চোখের মেকআপ করার পর আমরা ফেস এর কন্ট্রোলিং, ব্লাশ এবং হাইলাইটার ব্যবহার করবো।
- তারপর আপনার ইচ্ছে এবং রুচি অনুযায়ী লিপস্টিক ব্যবহার করতে পারেন। কারন আপনি কোন ধরনের অনুষ্ঠানে যাচ্ছে সেই অনুযায়ী নিবাচন করবেন ।
- এবং সর্বশেষে, আপনার সম্পূর্ণ ফেস মেকআপ ভালোভাবে সেট করার জন্য আপনি চাইলে সেটিং স্প্রে দিতে পারেন এতে করে মেকআপ টা অনেক টা সময় থাকবে সহজে নষ্ট হবে না । তবে মনে রাখবেন সেটিং স্প্রে দেওয়ার সময় আপনার চোখ এবং নিঃশ্বাস বন্ধ করতে হবে ।চোখের মধ্যে গেলে চোখ জালাপোড়া করতে পারে।
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳ 1,170.00Original price was: ৳ 1,170.00.৳ 999.00Current price is: ৳ 999.00. - টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা ৳ 1,350.00
- কালোজিরার আচার ১কেজি ৳ 950.00
- আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম ৳ 590.00
- আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম) ৳ 150.00